রাজ্য

গুজরাট অস্ত্রে বঙ্গ বিজেপিকে ঘায়েল করতে চলেছে টিম তৃণমূল

করোনা আবহে রাজ্যে তৃণমূল-বিজেপি ঝগড়া থামানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রোজ‌ই কোন‌ও না কোন‌ও ইস্যুতে এই দুই দলের মধ্যে বাকবিতণ্ডা হয়েই থাকে। রাজ‍্যে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে ‘ব্যাকফুটে’ তৃণমূল। বিজেপির লাগাতার হ্যাশট্যাগ ‘ভয় পেয়েছে মমতা’ প্রচারে ঘুম ছুটেছে তৃণমূল নেতৃত্বের। বেগতিক দেখে দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের শরনাপন্ন হয়েছে টিম তৃণমূল।

সূত্রের খবর, বিজেপিকে পাল্টা দিতে গুজরাতের করোনা পরিসংখ্যানকে হাতিয়ার করতে চলেছে ঘাসফুল। দলের সোশ‍্যাল মিডিয়া প্লাটফর্মে ছড়িয়ে দেওয়া হবে গুজরাতের করোনার পরিস্থিতি। দলের পরিকল্পনা কমিটির এই মিটিং ইতিমধ‍্যেই সম্পন্ন হয়েছে। ভিডিয়ো কনফারেন্সে এই মিটিংয়ে প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্য়োপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র। জানা গিয়েছে, কোনও ভুয়ো তথ্য নয়, যুক্তিপূর্ণ এই ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে তৃণমূলের গ্রুপগুলি। পিকের বানানো সেই স্বল্প দৈর্ঘের উপস্থাপনায় থাকবে বাংলার করোনা মোকাবিলার ইতিবাচক দিকগুলি। এছাড়াও বিজেপিকে বিঁধতে খোদ গুজরাতের করোনা মোকাবিলায় নেতিবাচক দিক তুলে ধরবে টিম পিকে। আপাতত সেই অস্ত্রে শান দিচ্ছে তৃণমূল।

রবিবার পিকে-র ভিডিও বৈঠকে উপস্থিত থেকে এই সারমর্মই বুঝেছেন তৃণমূলের বিধায়করা । আপাতত , করোনা পর্বে বিজেপিকে একহাত নিতে মোদীর রাজ্য গুজরাতে হাসপাতালে পঞ্চাশ জন করোনায় মৃত, তার ভিডিও বাজারে আনতে চলেছে টিম পিকে। জানা গিয়েছে, কিছু রাজ্যে যেখানে সরকারি কর্মীদের সময়ে বেতন দেওয়া নিয়ে গড়িমসি করছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার মাসের এক তারিখে বেতন দিচ্ছে, সেই কথা প্রশান্ত কিশোরকে ইতিমধ্যেই জানিয়েছেন অমিত মিত্র। এই বিষয়কেও কাজে লাগাতে পারেন প্রশান্ত। রাখা হতে পারে উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতির ছবিও।

জানা গিয়েছে, গুজরাতের হাসপাতালে ৫০টা মৃতদেহ পড়ে আছে, সেই ভিডিও হাতে এসেছে তৃণমূলের। বাংলায় ১০ লাখ লোক পিছু ২ জন মরেছে, গুজরাতে মরেছে ১০ লাখে ৪ জন। এই তথ্য সোশ‍্যাল মিডিয়ায় প্রচার করার ওপর জোর দিয়েছে তৃণমূলের কোর কমিটি। বৈঠকে বিধায়কদের পাঁচটি মূল কাজের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবাই যেন রেশন পায় সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে বিধায়কদের। কেউ যদি রেশন না পায় সেগুলি প্রশাসনকে জানাতে বলা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের অবস্থা সম্পর্কেও অবগত থাকতে বলা হয়েছে এছাড়া সাংবাদিকদের সঙ্গে প্রতিমুহূর্তে যেন যোগাযোগ বজায় থাকে সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button