West Bengal

WB Election 2021: নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার পরই দলবদল, ফের বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা

বিজ্ঞাপন

ফের দলবদল! তাও আবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই। একদিকে যখন তৃণমূল সুপ্রিমো আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করছেন, ঠিক সেই সময়ই অন্যদিকে হয়ে গেল বড়সড় বদল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ফের এক প্রভাবশালী নেতা।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, এদিন ফের ভাঙন দেখা দিয়েছে তৃণমূলের মধ্যে। কোন্নগরের তৃণমূল যুব নেতা সুমিত মাহাতো যোগ দিলেন গেরুয়া শিবিরে। প্রার্থী তালিকা ঘোষণার দিনই এমন এক সিদ্ধান্ত নিলেন তিনি। শুধু তিনিই নন, তাঁর নেতৃত্বে আরও কিছু তৃণমূল কর্মী এদিন বিজেপিতে যোগ দিলেন। এঁরা হলেন, শুভ্র বসু, কনিষ্ক সিং, অরুণ পাণ্ডে, বিনীত সাউ, পরমেশ্বর চৌধুরী, বিরজু রাম, অভিমন্যু সাউ, গণেশ বিশ্বাস, আরও অনেকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে 

বিজ্ঞাপন

WB Election 2021: নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার পরই দলবদল, ফের বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা 2

বিজ্ঞাপন

WB Election 2021: নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার পরই দলবদল, ফের বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা 3

এবারের নির্বাচনের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হল দলবদল। দলবদলের খেলায় মেতেছেন নানান দলের নেতা, বিধায়ক, কর্মীরা। গত বছরই দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন শুভেন্দু অধিকারী। দলহীন কর্মসূচীতে যোগ দেন তিনি। এমনকি, তাঁর সভা বা কর্মসূচীতে দেখা যাচ্ছিল না তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা প্রতীক। অনেকেই তখন ভাবতে শুরু করেন যে শুভেন্দু হয়ত দল ছেড়ে বিজেপিতে যাবেন। অবশেষে গত বছরের ডিসেম্বর মাসে মেদিনীপুরে অমিত শাহ্‌’র সভায় সকলের জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ‘দুর্নীতি করিনি, তাও বাদ দেওয়া হল’, নির্বাচনে টিকিট না পাওয়ায় অভিমানী খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস 

শুভেন্দু দল ছাড়ার পর দলে ছাড়তে থাকেন একের পর প্রভাবশালী নেতা, মন্ত্রী। চলতি বছরের জানুয়ারি মাসেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া। দল ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লাও। তবে তিনি এখনও পর্যন্ত অন্য কোনও দলে যোগ দেননি। এবার এই দলছাড়ার তালিকায় যুক্ত হল সুমিত মাহাতোর নামও।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading