রাজ্য

মর্মান্তিক! ‘সবুজ সাথী’ সাইকেলে করে ফেরার পথে দুর্ঘটনা, দুই পড়ুয়াকে পিষে দিল লরি

একটা লরির ধাক্কা, ব্যস মাত্র ১৭ বছর বয়সেই থেমে গেল দুই পড়ুয়ার জীবন। ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু দুই ছাত্রীর। এরও একজন গুরুতর জখম। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ সেতুর কাছে মধুডিহি ৩৪ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই ছাত্রীর নাম দীপিকা মণ্ডল ও বাণী মণ্ডল। দু’জনেরই বয়স সতেরো বছর। আরতি মণ্ডল নামে আরও এক ছাত্রী বেশ জখম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তিন ছাত্রীই সুতির সরলা গ্রামের বাসিন্দা। তারা সুতি থানার সচিদানন্দ গার্লস হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া তারা।

জানা গিয়েছে, গতকাল, শুক্রবার স্থানীয় ইংলিশ মডেল স্কুলের তরফে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ করা হচ্ছিল। নিজেদের বরাদ্দ সাইকেল নিতেই ওই স্কুলে যায় সচিদানন্দ গার্লস হাইস্কুলের ওই তিন পড়ুয়া।

সাইকেল নয়ে দুপুর তিনটে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ফিরছিল তারা। সেই সময় রঘুনাথগঞ্জের উমরপুরের দিক থেকে ফরাক্কাগামী একটি লরি আসছিল। সেই লরিই ধাক্কা মারে পড়ুয়াদের। পিষে দেয় তাদের।

ঘটনাস্থলেই মৃত্যু হয় বাণী মণ্ডল ও দীপিকা মণ্ডল নামের দুই ছাত্রীর। আরতি মণ্ডল নামের এক ছাত্রী আপাতত গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি। এই দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী ও সুতি ১ নম্বর ব্লকের বিডিও। এই প্রসঙ্গে সুতি এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, “লরিটিকে আটক করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে কীভাবে এই দুর্ঘটনা ঘটল”।

Related Articles

Back to top button