West Bengal

হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’, অ্যাডমিন খোদ শুভেন্দু, সেই গ্রুপেরই সদস্য তৃণমূলের দুই নেতা, শুরু রাজনৈতিক তরজা

বিজ্ঞাপন

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুগামীদের জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে একটি গ্রুপ। সেই গ্রুপেই এবার দেখা মিলল দুই তৃণমূল নেতারও। এই গ্রুপের অ্যাডমিনও খোদ শুভেন্দু অধিকারীই। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’ আর সেই গ্রুপেই অনুগামীদের তালিকায় রয়েছেন দাসপুরের তৃণমূল পরিচালিত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক কাজল সামন্ত ও দাসপুরে তৃণমূল যুবনেতা কৌশিক কুলভী।

বিজ্ঞাপন

বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যার অ্যাডমিন কি না শুভেন্দু নিজেই, সেই গ্রুপেই শাসকদলের দুই নেতার উপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, “গ্রুপে যে নম্বরটি রয়েছে সেটি তৃণমূলের উপপ্রধান কাজল সামন্তর। দলে থেকে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা হজার অ্যাডমিন খোদ শুভেন্দু অধিকারী, সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। বিষয়টি আমি ব্লক ও জেলা নেতৃত্বকে জানাব”।

বিজ্ঞাপন

অন্যদিকে, দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূল কমিটির সদস্য শেখ গোলাম মোর্তাজা এই ঘটনায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি জানান, “কাজল সামন্ত ও কৌশিক কুলভী বরাবরই বিজেপি ও শুভেন্দুর সঙ্গে যুক্ত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে থেকেই শুভেন্দুর সঙ্গে যুক্ত ওরা। ওদের বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে”।  তিনি এও জানান যে এই নিয়ে ব্লকের পদাধিকারীরা সবাই অভিযোগ জানিয়ে তা নবান্ন পর্যন্ত নিয়ে যাবেন।

বিজ্ঞাপন

এদিকে, অভিযুক্ত কাজল সামন্তের কথায়, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও, বর্তমানে কোনও যোগাযোগ নেই তাদের। তিনি এও দাবী করেছেন যে ওই গ্রুপে তিনি থাকলেও, তিনি কিছুই জানেন না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading