‘ওদের বাবার টাকা নাকি… ভোট চাইতে এলে ঝাঁটা দেখান’, ফের বিজেপিকে তোপ দেগে বেলাগাম মন্ত্রী উদয়ন গুহ

মাঝেমধ্যেই তিনি বিরোধীদের কড়া ভাষায় শানিয়ে থাকেন। আর নিজের নানান মন্তব্যের জেরে বিতর্কেও জড়ান তিনি। এবারও এর অন্যথা হল না। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে ফের বেলাগাম উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দলের এক প্রস্তুতি সভায় গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “হিন্দু-মুসলমান প্রত্যেকের বাড়িতে ঝাঁটা আছে। ওই ওরা ভোট চাইতে গেলে ঝাঁটা দেখাতে পারবেন তো? এরা দেশটাকে ছিবড়ে করে দিচ্ছে এর বিরুদ্ধে লড়াই হবে। একশো দিনের টাকা বন্ধ করে দিচ্ছে। আর বড় লোকেদের প্লেনের টিকিট সাবসিডিতে দিচ্ছে”।
আগামী ১১ ফেব্রুয়ারি মাথাভাঙ্গা কলেজের মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভার প্রস্তুতি নিতেই গতকাল, শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের সবুজপল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এদিনের সভায় বিজেপির জেলা নেতা সুশান্ত দাস সহ ১০ জন তৃণমূলে যোগ দেন। এদিনের এই সভায় উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, বড়বড়শাকদল গ্রামপঞ্চায়েত প্রধান তাপস দাস সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন সভায় বক্তব্য রাখতে গিয়েই উদয়ন গুহ বলেন, “হিন্দু-মুসলমান প্রত্যেকের বাড়িতে ঝাঁটা আছে ওই ভোট চাইতে গেলে ঝাঁটা দেখাতে পারবেন কিনা? আমার মায়েরা বলুন। হিন্দু মায়েরা উলুধ্বনি আর মুসলিম মায়েরা হাততালি দিয়ে বলুন হ্যাঁ এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। এরা দেশটাকে শেষ করে দিচ্ছে এর বিরুদ্ধে লড়াই হবে। একশো দিনের টাকা বন্ধ করে দিচ্ছে। আর বড়লোকেদের প্লেনের টিকিট সাবসিডিতে দিচ্ছে”।
এরপরই বিজেপি নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করে উদয়নের দাবী, “চার হাজার টাকা দামের টিকিট এক হাজার টাকায় দিচ্ছেন। ওই টাকা কি আপনাদের বাবার টাকা”?
বলে রাখি, গতকাল, শনিবারই এক অনুষ্ঠান থেকে নাম না করেই উদয়ন গুহকে শানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বীর চিলারায়ের জন্মদিবস পালন করা হয় কোচবিহারের সিদ্ধেশ্বরী গ্রামে। সেই অনুষ্ঠান থেকি নিশীথ প্রামাণিক বলেন, “যারা বলেন রাজবংশীদের হাটু ভেঙে দেবে সুযোগ পেলে তাদের জবাব দিতে হবে”।
এখানেই শেষ নয়। এদিন পাশাপাশি তৃণমূল সরকারের সমালোচনায় সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর কথায়, “কিছু নেতা আছে যারা রাজবংশীদের হাটু ভাঙার কথা বলেন। তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই রাজবংশীদের জাগাবেন না। রাজবংশীরা প্রয়োজন হলে যুদ্ধের জন্য তৈরি”।