West Bengal

Nandigram: প্রেস্টিজ ফাইটের লড়াইয়ে নন্দীগ্রামে শেষ হাসি হাসবেন কে? কি বলছে বুথ ফেরত সমীক্ষা? পড়ে নিন বিস্তারিত

বিজ্ঞাপন

চলতি বিধানসভা নির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। মমতা-মীনাক্ষী-শুভেন্দু ত্রিমুখী লড়াইয়ে কার্যত অনেকটা পিছনে মীনাক্ষী।

বিজ্ঞাপন

লড়াই শুরু থেকেই ছিল একদা মিত্র অধুনা শত্রু শুভেন্দু-মমতার। এই কেন্দ্রে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দিতায় ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ২রা মে এই কেন্দ্র‌ই ঠিক করবে বাংলায় ক্ষমতার হস্তান্তর হতে চলেছে কিনা!

বিজ্ঞাপন

কিন্তু তার আগেই চলছে বুথ ফেরত সমীক্ষা। আর সেই সমীক্ষা বলছে নন্দীগ্রাম কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল-বিজেপির। এই প্রস্টিজ ফাইটে কে জিতবেন তা এখন কোটি টাকার প্রশ্ন। এক্সিট পোলের বিচারে কে এগিয়ে বা কে পিছিয়ে তাই এবার তুলে ধরা হলো পাঠকদের জন্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন-বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপিই, বলছে বুথ ফেরত সমীক্ষা

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের মানুষ ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু চলতি বিধানসভা নির্বাচন তাঁর দলবদল দেখেছে। দল বদলে তিনি এখন বিজেপি নেতা। আর তাই প্রেক্ষাপট বদলে গেছে নন্দীগ্রামের রাজনীতির।

ইন্ডিয়া নিউজ জন কি বাত-এর সমীক্ষায় দেখা গেছে, সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গেলেও ৭০ শতাংশ হিন্দু ভোট যাচ্ছে শুভেন্দু অধিকারীর ঘরে। এই সমীক্ষা মতে নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু।

বিজ্ঞাপন

এবিপি নিউজ ও সি ভোটারের সমীক্ষা বলছে, নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই হবে মমতা-শুভেন্দুর। কিন্তু শেষ হাসি হাসবেন মমতা।

রিপাবলিক ও সি এন এক্স-এর সমীক্ষা‌ও জানাচ্ছে নন্দীগ্রাম কেন্দ্রে সমানে সমানে টক্কর দেবেন মমতা- শুভেন্দু। একটু সামান্য হলেও এগিয়ে থাকবেন মমতা।

ইন্ডিয়া টিভি পিপল পাল্স-, এর সমীক্ষায় ধরা পড়েছে, বঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে জিতে যাবেন শুভেন্দু অধিকারী।

অর্থাৎ দুটো সমীক্ষা বলছে জেতার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, দুটো সমীক্ষার ফল যাচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে।

আরও পড়ুন- ব্যারাকপুরে শীলভদ্র-অর্জুনের চক্রব্যূহ ভেদ করতে পারবেন না রাজ চক্রবর্তী! বলছে বুথ ফেরত সমীক্ষা

প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। জিতেছিলেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে। জয়ের ব্যবধান ছিল  ৮১, ২৩০ ভোট। হারিয়েছিলেন সিপিআইএম প্রার্থী আব্দুল কবীর শেখকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে খ্যাত ভবানীপুর কেন্দ্র থেকে  তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়  হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সীকে। জিতেছিলেন ২৫, ৩০১ ভোটে।

তবে এবারের প্রেক্ষাপট আলাদা। ‌ পুরনো সঙ্গীরাই এবার মুখোমুখি। আর তাই মেজাজও আলাদা। তাই বলাই যায় ২০২১ বিধানসভা নির্বাচনের ভর কেন্দ্র নন্দীগ্রাম‌ই।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading