রাজ্য

ফের ধেয়ে আসছে দুর্যোগ! রাত পোহালেই তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই বলা হয়েছিল যে সপ্তাহান্তে ফের বৃষ্টি দেখা যাবে বঙ্গে। সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। আগামীকাল, রবিবার থেকেই ফের বৃষ্টি শুরু হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্তত ৮ জেলায়।

চৈত্র মাস পড়তেই বঙ্গের নানান জেলায় দেখা দিয়েছিল কালবৈশাখী। তুমুল বৃষ্টিতে ভিজেছিল রাজ্যের নানান অংশ। এমনকি, শিলাবৃষ্টিও হয়েছে কোনও কোনও জায়গায়। মাঝে কয়েকটা দিন বঙ্গের মাটি শুকনো থাকলেও ফের আগামীকাল থেকে শুরু হচ্ছে বৃষ্টি।

রাজ্যে ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামীকাল থেকে অন্তত তিনদিন বৃষ্টি চলবে রাজ্যে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায়। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়।

আবহবিদদের মতে, সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধবারও বৃষ্টিতে এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার ফের বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের কথায়, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই নতুন করে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৩০ মার্চ ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে পারে বলে জানা যাচ্ছে। আজ শনিবার দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টি না হলেও আগামীকাল থেকে ফের ভিজবে বঙ্গ।

debangon chakraborty

Related Articles

Back to top button