মেঘ কাটিয়ে অবশেষে রোদের দেখা মিলেছে বঙ্গে, তবে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না, ফের সপ্তাহান্তে ভিজবে বাংলার মাটি

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসই সত্যি হল। আজ, বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। এদিন সকালের দিকে কিছু জেলায় আকাশ একটু মেঘলা থাকলেও বেলা বাড়তেই রোদে দেখা মিলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল থেকেই মেঘমুক্ত, পরিষ্কার আকাশের দেখা মিলবে। তবে শনিবার থেকে ফের আবহাওয়া পালটাবে।
জানা যাচ্ছে, আবহাওয়ার পরিবর্তনের জেরে আজ, বুধবার থেকেই ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় প্রায় ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে যেতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার ও শুক্রবার আকাশ একেবারে পরিষ্কারই থাকবে।
তবে শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে বলে খবর হাওয়া অফিস সূত্রে। দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে আজও হালকা বৃষ্টি হবে। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টি শুরু হবে উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে।
অন্যদিকে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি-সহ উত্তরপ্রদেশের একাংশে হালকা মাঝারি ও বৃষ্টি হতে পারে। শুক্রবার এই বৃষ্টি আরও বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা। হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে শুক্রবার শিলাবৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।