রাজ্য

দেবীপক্ষের সূচনার সঙ্গেই বৃষ্টির পূর্বাভাস! বঙ্গোপসাগরে ফের তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে জলীয় বাতাস, বাড়বে গরম

পুজো শুরু। আজ মহালয়া। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। কিন্তু এদিকে আজকের দিনে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আবার আজ থেকেই বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে দেশে। জানা যাচ্ছে বর্ষা-বিদায়ের প্রক্রিয়া শুরুর মাঝেই বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাতাস প্রবেশ করছে। এর জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে।

একদিকে পুজো, অন্যদিকে বৃষ্টি। চিন্তায় বাঙালি। কলকাতাতে দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতায় গরম বেড়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রাও ঊর্ধ্বমুখী থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বুধবার দিন দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উপকূলের দুই জেলা উত্তর ও দক্ষিন ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে। একদিকে করোনা, অন্যদিকে বৃষ্টির পূর্বাভাসে জর্জরিত বাঙালির পুজো।

debangon chakraborty

Related Articles

Back to top button