রাজ্য

প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে, মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে

প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু তাও বাঁচানো সম্ভব হল না তাঁকে। মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

সম্প্রতি গলব্লাডার অপারেশন হয় সুব্রত সাহার। বেশ কয়েকদিন কলকাতায় ছিলেন তিনি। সুস্থ হয়ে গতকাল, বুধবারই মুর্শিদাবাদে ফিরে যান। ঠিকঠাকই ছিলেন। কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী।

তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় চিকিৎসা। তাতেও শেষরক্ষা হল না। ওই হাসপাতালেই প্রাণ হারান মন্ত্রী সুব্রত সাহা।

সুব্রত সাহা একসময় মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি ছিলেন। তৃণমূলের প্রতীকে জয়ী হন তিনি। এরপর সাগরদিঘির বিধায়ক ছিলেন সুব্রতবাবু। পরবর্তীতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হন তিনি। আচমকা তাঁর এই মৃত্যুর খবরটা যেন মানতে পারছেন না কেউই। রাজ্যের মন্ত্রীর প্রয়াণে চোখের জলে ভাসছেন তাঁর পরিবারের লোকজন।

debangon chakraborty

Related Articles

Back to top button