সিভিক ভলান্টিয়ারদের কাজ ঠিক কী কী, আদালতের কাছে ধমক খেয়ে গাইডলাইন প্রকাশ করল রাজ্য পুলিশ

সম্প্রতি একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ে রাজ্য পুলিশ। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যে রাজ্য পুলিশকে ২৯শে মার্চের মধ্যে গাইডলাইন প্রকাশ করে জানাতে হবে সিভিক ভলান্টিয়ারদের কাজ ঠিক কী কী! আইনশৃঙ্খলার সঙ্গে কী তারা আদৌ যুক্ত?
সেই নির্দেশ মেনেই গতকাল, শুক্রবার সিভিক ভলান্টিয়ারদের কাজ নিয়ে গাইডলাইন প্রকাশ করে রাজ্য পুলিশ। সেই গাইডলাইনে স্পষ্টভাবে জানানো হয়েছে যে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার কোনও কাজের সঙ্গে সিভিক ভলান্টিয়ার কোনও ভাবেই যুক্ত নয়।
গাইডলাইন অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না। তারা শুধুমাত্র ট্র্যাফিক সামলানো, নানান উৎসবে ভিড় সামলানোর কাজে তারা পুলিশকে সাহায্য করবে। এছাড়াও, যেখানে-সেখানে যাতে গাড়ি পার্কিং না হয়, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের। এর ব্যতীত তাদের আর কোনও এক্তিয়ার নেই।
সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে নানান সময় নানান অভিযোগ উঠেছে। কখনও লাঠি চালানো, কখনও বুকে পা তুলে নাগরিককে মারা, এমনকী আনিস খানের ঘটনায় খুনের অভিযোগেও সিভিক ভলান্টিয়াররা বিদ্ধ। সম্প্রতি সরশুনা থানা এলাকার একটি মামলায় সিভিক ভলান্টিয়ারদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। সেই সময়ই আদালত নির্দেশ দেয় যে রাজ্য পুলিশকে সিভিক ভলান্টিয়ারদের কাজ নিয়ে গাইডলাইন প্রকাশ করতে হবে।
আপাতত রাজ্যে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ১৫। এর মধ্যে কলকাতা পুলিশের মধ্যে রয়েছে ৬ হাজার ৯৩২ জন সিভিক ভলান্টিয়ার। ২০১২ সালে চুক্তিভিত্তিক এই সিভিক ভলান্টিয়ার নিয়োগ শুরু হয়। কালক্রমে ধীরে ধীরে সেই সংখ্যা অনেকটা বেড়েছে। আগে সিভিক ভলান্টিয়ারদের ন্যূনতম যোগ্যতা ছিল মাধ্যমিক পাশ। পরে তা কমিয়ে অষ্টম শ্রেণী করা হয়।