West Bengal

বঞ্চিত করছেন মমতা সরকার! মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর পর রাজ্য সরকারের উপর চটলেন রাজ্য সরকারি কর্মীরা

বিজ্ঞাপন

দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবর দিয়েছেন মোদী সরকার। ডিএ বাড়ানো হয়েছে ৩ শতাংশ। এরপরই পশ্চিমবঙ্গ সরকারের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নানা কর্মচারী সংগঠনের হুঁশিয়ারি, তাদের ডিএ না বাড়ানো হলে, বড়সড় আন্দোলনে নামবেন তারা।

বিজ্ঞাপন

নানান কর্মী সংগঠনের দাবী যে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-এর মধ্যে ফারাক ক্রমেই বেড়ে চলেছে। গতকাল, বৃহস্পতিবার নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর পর এই ফারাক এসে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। কিন্তু এই রাজ্যের সরকারের কোনও প্রতিক্রিয়া নেই। এমনকি, সপ্তম বেতন কমিশনও চালু হয়নি। তাদের অভিযোগ মমতা সরকার তাদের বঞ্চিত করছেন।

বিজ্ঞাপন

রাজ্য সরকারি কর্মীদের কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দামের জেরে নাভিঃশ্বাস উঠছে। কিন্তু এদিকে রাজ্যের তরফে প্রাপ্য ডিএ আটকে রাখা হয়েছে। রাজ্যের তরফে যদি প্রাপ্য ডিএ তাদের না দেওয়া হয়, তাহলে তারা আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি  শানিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর মাসকয়েক আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বাড়ানো হয়েছিল। আর সেইসঙ্গেই বাড়ানো হয়েছি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও ডিয়ারনেস রিলিফ বাড়ানো হয়। চলতি বছরের জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁরা ২৮ শতাংশ ডিএ বা ডিআর পাচ্ছিলেন। যা আগে ১৭ শতাংশ ছিল।

বিজ্ঞাপন

নানান সংগঠনের দাবী, মূল্যবৃদ্ধির সূচকের ভিত্তিতে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিন শতাংশ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চার শতাংশ এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত চার শতাংশ ডিএ বকেয়া ছিল। সুতরাং, সবমিলিয়ে ১১ শতাংশ বাড়ানো ডিএ এবং ডিআর বাড়ানো হয়েছিল। সেই সময় বকেয়া না দেওয়া হলেও বৃহস্পতিবারই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও তিন শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবারন থেকে ডিএ পাবেন বেতনের ৩১ শতাংশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading