West Bengal

একুশের ভোটে তারকা প্রার্থীর সমাগম, কারা এগিয়ে গেলেন? পিছিয়েই বা কারা?

বিজ্ঞাপন

ফের কী সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বাংলায় আসবে ‘আসল পরিবর্তন’। এই মতামত নিয়েই গোটা বাংলা দ্বিধাবিভক্ত। সকাল থেকেই চলছে টানটান উত্তেজনা। তবে ভোট  প্রবণতা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ইতিমধ্যেই সরকার গড়ার ম্যাজিক নম্বর পার করে ফেলেছেন। অন্যদিকে, একশোর ঘরও পার করতে পারেনি বিজেপি।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে তৃনমূল হোক বা বিজেপি, দুই রাজনৈতিক দলেই লক্ষ্য করা গিয়েছিল তারকাদের সমাগম। একাধিক তারকা এই দুই দলে যোগ দেন। প্রার্থীও হন এদের মধ্যে অনেকেই। এই দুই শিবিরের তারকা প্রার্থীরা কে কোথায় এগিয়ে বা পিছিয়ে রয়েছেন, আসুন দেখে নিই-

বিজ্ঞাপন

আরও পড়ুন- ভোট প্রবণতায় সরকার গড়ার অঙ্ক পার তৃণমূলের! তবে হ্যাট্রিক করবেন মমতা? বিজেপি একশোর নীচে

বিজ্ঞাপন

গতবার তৃণমূলের টিকিটে জিতেছিলেন উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক প্রবীর ঘোষাল। এই বছর দলবদল করে তিনি বিজেপিতে নাম লেখান এবং এই কেন্দ্র থেকেই বিজেপির হয়ে প্রার্থী হন তিনি। এই কেন্দ্রে তৃনমূল প্রার্থী করে অভিনেতা কাঞ্চন মল্লিককে। প্রথম কয়েক রাউন্ডের গণনার পর তিনি এগিয়ে থাকলেও এখন তিনি পিছিয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের হয়ে লড়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ হেভিওয়েট নেতা বিজেপির মুকুল রায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কৌশানি বেশ অনেকটাই পিছিয়ে রয়েছেন। তবে, সোনারপুর দক্ষিণে তৃণমূলের আরেক তারকা প্রার্থী লাভলি মৈত্র এগিয়ে।

বেহালা পূর্ব ও পশ্চিমে গেরুয়াশিবিরে ভরসা দুই তারকা মুখ। পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পূর্বে হাড্ডাহাড্ডি লড়়াই চলছে। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের থেকে সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে বিজেপি প্রার্থী পায়েল সরকার। তবে, বেহালা পশ্চিম তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ ভালো ব্যবধানেই পিছিয়ে শ্রাবন্তী।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ঢাক-ঢোল পিটিয়ে এত প্রচার, কিন্তু ফলাফল? এখনও ৮ শতাংশেই আটকে সংযুক্ত মোর্চা!

নন্দীগ্রামের পাশের কেন্দ্র চণ্ডীপুর। এখানে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল। এই আসনে এগিয়ে তিনি। আসানসোল দক্ষিণে প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ইভিএমে লড়াইও চলছে হাড্ডাহাড্ডি। প্রথম কয়েক রাউন্ডে পিছিয়ে থাকলেও, এখন এগিয়ে গিয়েছেন সায়নী। ব্যারাকপুরে আসনে রাজ চক্রবর্তী ও মেদিনীপুরে জুন মালিয়াও এগিয়ে।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading