রাজ্য

আবেগপ্রবণ মুহূর্ত! পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মা, খিদের জ্বালায় কান্নাকাটি করা দুধের শিশুকে স্তন্যপান করালেন সিভিক ভলান্টিয়ার

মা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। মাত্র দু’মাসের শিশু সন্তানের মা হয়ে উঠলেন আর এক মহিলা। তিনি তাঁকে গর্ভে ধারণ করেন নি, লালন-পালনও করেন নি। তবুও কিছু ঘণ্টার জন্য তিনিই হলেন শিশু কন্যাটির মা।

দু’মাসের শিশুকে পরীক্ষাকেন্দ্রের বাইরে এক আত্মীয়ের কাছে রেখে পরীক্ষা দিতে গিয়েছিলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু কিছুক্ষণ পরেই খিদের জ্বালায় কেঁদে ওঠে শিশুটি। ওই আত্মীয় কোনওভাবেই সামলাতে পারছিলেন না ছোট্ট শিশুটিকে। এই কারণে তিনি বেশ কয়েকবার ওই স্কুলের কিছু শিক্ষকের কাছে অনুরোধ করেন যাতে শিশুটিকে তার মায়ের কাছে পাঠানো যায়।

কিন্তু পরীক্ষা চলাকালীন অন্য পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবেই অনুমতি দেন নি শিক্ষকরা। এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। তিনিই এগিয়ে এসে পরম যত্নে কোলে তুলে নেন শিশুটিকে। তাকে কোলে নিয়ে স্তন্যপান করান তিনি। এরপর তাঁর কোলেই মুখ গুঁজে ঘুমিয়ে পড়ে শিশুটি।

এই ঘটনাটি ঘটেছে আটকুলা উচ্চ বিদ্যালয়ে। সেই বিদ্যালয়েই এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সাহিনা বেগম। তাঁর দুই মাসের শিশু কন্যা রয়েছে। গত সোমবার মেয়েকে নিয়েই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিল সে। সঙ্গে থাকা আত্মীয়ের কাছে মেয়েকে রেখে পরীক্ষা দিতে বসে। সেই সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে ডিউটিতে ছিলেন নলহাটি থানার সিভিক ভলান্টিয়ার রুকমনি খাতুন। তিনি শিশুটির কান্না দেখে এগিয়ে এসেছিলেন। মঙ্গলবারও শিশুটিকে কোলে নিয়ে ঘুরতে দেখা যায় রুকমনিকে।

এই ঘটনায় রুকমনি বলেন, “শিশুটি খিদেয় কাঁদছিল। তার আত্মীয় কোনও ভাবেই চুপ করাতে পারছিলেন না। আমি তো এক জন মা। কী ভাবে হাত গুটিয়ে বসে থাকব! সাহিনাকে বলেছি, ও নিশ্চিন্তে পরীক্ষা দিক, এই কদিন ওর মেয়ের মা আমিও”।

রুকমনিকে পেয়ে খুশি সাহিনাও। তিনি বলেন, “পরীক্ষা দিতে দিতে মেয়ের কথা ভাবছিলাম। বেরিয়ে সমস্ত ঘটনা শুনে খুব ভাল লেগেছে। রুকমনি দিদির কোলে মেয়েকে দিয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিয়েছি”।

debangon chakraborty

Related Articles

Back to top button