রাজ্য

দমদমে চলন্ত ট্রেনে ফাঁকা কামরায় যুবতীকে শ্লীলতাহানি, ফেসবুক লাইভ করে সাহায্যের আর্তি যুবতীর

চলন্ত ট্রেনে এক যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই যুবতী ট্রেন থেকেই ফেসবুকে এই ঘটনার লাইভ করেন। লাইভেই সাহায্যের প্রার্থনা জানান তিনি।

জানা যায়, ট্রেনটি শিয়ালদহ স্টেশনে পৌঁছলে ওই ব্যক্তি পালিয়ে যায়। স্টেশনে নেমে শিয়ালদহ রেল পুলিশ অর্থাৎ জিআরপি-এর কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। দমদম জিআরপি এই ঘটনার তদন্ত শুরু করেছেন।

জিআরপি সূত্রে খবর অনুযায়ী, গতকাল, শুক্রবার ফুলিয়া থেকে সাড়ে ছ’টার ডাউন শান্তিপুর লোকালে উঠেছিলেন ওই মহিলা। দমদমে রাত ৮টা ২৫ মিনিট নাগাদ ঘটে এই ঘটনা। স্টেশন থেকে ট্রেন ছাড়তেই ওই ব্যক্তি ট্রেনের কামরায় ওঠে। এরপরই ওই মহিলার সঙ্গে অসভ্যতামি করতে থাকে।

এই সময় এই গোটা ঘটনাটি ফেসবুকে লাইভ করেন ওই মহিলা। এই লাইভে দেখা যায় যে ফাঁকা ট্রেনের মধ্যে থাকা ওই ব্যক্তি মহিলাকে এসে লাইভ করতে বারণ করেন। মহিলা তা সত্ত্বেও লাইভ চালিয়ে গেলে ওই যুবক তাঁকে মারধর করেন।

আক্রান্ত মহিলা বলেন, “দমদমে ট্রেন ছাড়তেই ওই ব্যক্তি দুর্ব্যবহার করা শুরু করেন। ট্রেন ফাঁকা ছিল বলে ভয় পেয়ে লাইভ করতে শুরু করেছি”। অভিযুক্ত ওই ব্যক্তি ওই মহিলার ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করেন বলে জানা যায়। এরপর শিয়ালদহের কাছে ট্রেনের গতি কিছুটা কমলে অভিযুক্ত ওই ব্যক্তি নেমে পালিয়ে যান।

এরপর শিয়ালদহ স্টেশনে নেমে জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এই অভিযোগের প্রতিলিপি আসে দমদম জিআরপির কাছে। তারা এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button