‘আমার ভালোবাসা ফিরিয়ে দাও’, প্রেমিককে বিয়ে করতে ধূপগুড়িতে ধর্নায় বসলেন দমদমের যুবক, সমকামী প্রেমের দৃষ্টান্ত দেখল রাজ্য

ভালোবাসা তো ভালোবাসাই হয়। সে দু’জন ছেলে-মেয়ের মধ্যেই হোক বা দুটো মেয়ের মধ্যে বা দুটো ছেলের মধ্যে। ভালোবাসার মধ্যে তো ভেদাভেদ নেই। সমকামী প্রেম আইনির দরজায় স্বীকৃতি পেলেও সমাজ এখনও এই বিষয়টি তেমনভাবে মেনে নিতে পারে নি। এর ফলে কত ভালোবাসাই অপূর্ণ থেকে যায় সকলের আড়ালেই।
এমনই এক সমকামী প্রেমের দৃষ্টান্ত দেখল রাজ্যবাসী। প্রেমিক যুবককে বিয়ে করার প্রস্তাব নিয়ে সোজা ধূপগুড়ি রওনা দিলেন দমদমের যুবক। সেখানে ভালোবাসার দাবীতে বসে পড়লেন ধর্নায়। যদিও ভুল ঠিকানায় চলে যাওয়ায় প্রেমিকের সঙ্গে দেখা হল না। পুলিশ গিয়ে উদ্ধার করে ওই যুবককে।
সূত্রের খবর, প্রায় দেড় বছর আগে এক ডেটিং অ্যাপের মাধ্যমে দমদমের যুবকের সঙ্গে পরিচয় হয় ধূপগুড়ির চূড়াভাণ্ডারের এক যুবকের। ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। অনেকদূর পর্যন্তই এগোয় সম্পর্ক। জানা গিয়েছে, দমদমের যুবকের সঙ্গে দেখা করতে বেশ কয়েকবার ধূপগুড়ির ওই যুবক এসেছেন কলকাতায়। মাস খানেক আগেও দেখা হয় তাদের।
কিন্তু দমদমের যুবকের দাবী, ধূপগুড়ির ওই যুবককে খুব ভালবাসলেও তাদের ভালোবাসার পথে অন্তরায় যুবকের পরিবার। সেই কারণে একেবারে বিয়ের প্রস্তাব নিয়েই ধূপগুড়ি রওনা দেন দমদমের যুবক। সেখানে কুমলাই সেতুর পাশে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসে পড়েন তিনি। প্ল্যাকার্ডে লেখা- “এক বছর পাঁচ মাসের সম্পর্ক, আমাদের ভালোবাসা ফিরিয়ে দাও”।
এমন ঘটনা এলাকায় চাউর হতে বেশি সময় লাগে নি। এলাকায় বেশ চর্চা শুরু হয় এই নিয়ে। খবর পেয়ে ওই স্থানে পৌঁছয় পুলিশ। যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। রবিবার যুবকের পরিবার পৌঁছয় ধূপগুড়িতে। যুবকের সঙ্গে কথা বলে তার পরিবারকে খবর দেওয়া হয়। ধূপগুড়ি থানার আইসি জানিয়েছেন যে ওই যুবককে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।