অফবিট

কখনও গ্রামের বাইরে পা রাখেন নি মহিলা, চাকরি পেয়েই মা-কে সিঙ্গাপুরে ঘুরতে নিয়ে গেল ছেলে, যুবকের আবেগঘন পোস্ট মুহূর্তে ভাইরাল

সকল মা-বাবারাই চান তাদের সন্তান যেন চিরকাল হাসিখুশি থাকে। সন্তান যেন জীবনে সবরকমের সাফল্য পায়। আর সন্তানের জন্য মা-বাবারা মুখ বুজে সবরকম কষ্ট, ত্যাগ মেনে নেন। সন্তানের সাফল্যেই যেন নিজেদের সাফল্য খুঁজে পান তারা।

ব্লকচেন ডেভেলপার দত্তাত্রয় জে-র মা-বাবাও ব্যতিক্রমী নন। বাবা যদিও অনেকদিন আগেই প্রয়াত হয়েছেন। তবে বিদেশে চাকরি পেয়েই মা-কে নিয়ে দত্তাত্রয় বেরিয়ে পড়লেন এক অন্য জগতের খোঁজে। যে মা কোনওদিন গ্রামের বাইরে পর্যন্ত পা রাখেন নি, সেই মা-কে নিয়েই বিদেশ ভ্রমণে গেলেন দত্তাত্রয়। মা-কে নিয়ে ঘুরতে যাওয়ার সেই ছবি ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। মা-কে শ্রদ্ধা তো বটেই, দত্তাত্রয়েরও প্রশংসা করেছেন সকলেই।

ব্লকচেন ডেভেলপার দত্তাত্রয় জে-কে চাকরিসূত্রে থাকছেন সিঙ্গাপুরে। তিনি ভারতের কোথাকার বাসিন্দা তা অবশ্য জানা যায়নি। তবে আসল ঘটনা অন্য যা মন ছুঁয়েছে গোটা দেশের লক্ষ লক্ষ মানুষের। কী এমন ঘটেছে?

জানা গিয়েছে, সম্প্রতি কর্মস্থল থেকে দেশে ফেরেন দত্তাত্রয়। ফেরার সময় মা-কেও সঙ্গে নিয়ে যান সিঙ্গাপুরে। এরপর গোটা সিঙ্গাপুরের সমস্ত জায়গা ঘুরে দেখান। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ছবির সঙ্গে ওই যুবক লেখেন, তাঁকে বাদ দিলে তাঁর মা তাদের পরিবারে প্রথম, যিনি বিদেশে গেলেন। যুবক জানান, “আমি চেয়েছিলাম আমার মা কোনও ভাবে এগিয়ে থাকুন”। তিনি আরও জানিয়েছেন, তাঁর গ্রাম থেকেও কেউ কখনও বিদেশে যান নি। মা সংসার ছেড়ে বেরোননি কখনও। এটাই তার প্রথম ঘরের বাইরে পা রাখা। আর প্রথমবারেই একেবারে দেশের বাইরে, সিঙ্গাপুরে।

মা-কে বিদেশ ভ্রমণ করানোর এই ঘটনায় দত্তাত্রয়কে কুর্ণিশ জানিয়েছেন নেটিজেনরা। তবে এতকিছুর মধ্যেই আফসোস রয়ে গিয়েছে যুবকের। মা-কে বিদেশ ভ্রমণ করালেও বাবাকে তা করানো হল না। তবে ছেলের সঙ্গে সাধারণ শাড়ি পরা চিরকালীন ভারতীয় মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। তাদের এই অতি সাধারণ বিষয়টি মন ছুঁয়েছে সকলের। দত্তাত্রয়ের মা-কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ছেলেরও প্রশংসা করেছেন সকলে।

Related Articles

Back to top button