অফবিট

গার্লফ্রেন্ড নয় বোন চাই! রাখি পরার জন্য Tinder-এ বোন পাতালেন এক যুবক

বিজ্ঞাপন

ডেটিং অ্যাপ মানেই প্রেম, ভালবাসা, বিবাহ প্রভৃতির জন্যই মূলত ব্যবহার হয়ে থাকে। টিন্ডার একটি জনপ্রিয় ডেটিং অ্যাপ। সাধারণত টিন্ডারে বায়োতে নন-সিরিয়াস রিলেশনশিপ বা ফ্রেন্ডস উইথ বেনেফিটস লিখে রাখতে দেখা যায়। কিন্তু সেখানে যদি কেউ রাখি পরার জন্য বোন খোঁজেন?

বিজ্ঞাপন

সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকলো নেট মাধ্যম। রাখির মরসুমে টিন্ডারে বোন খুঁজছেন এক ব্যক্তি। তাঁর নিজের বোন নেই। নিজের বায়োতে পরিষ্কার লিখে দিয়েছেন, ‘লুকিং ফর অ্য সিস্টার ফর রক্ষাবন্ধন। তবে তিনি কি বোন পেয়েছেন? উত্তর, হ্যাঁ।

বিজ্ঞাপন

ওই ব্যক্তি রেডিট পোস্টে নিজের এই কাণ্ডের কথা জানিয়েছেন তিনি। প্রায় দুই বছর ধরে তিনি টিন্ডার করছেন। একটি নয় দুটি বোন পেয়েছেন তিনি সেখান থেকে। তিনি জানিয়েছেন, রাখির দিন তাঁরা তিনজন কোথাও গিয়ে দেখা করবেন এবং উপহার বিনিময় করবেন।

বিজ্ঞাপন

অনেকে পরিবারে একটি মাত্র সন্তান। তাদের কোনও ভাইবোন থাকে না। মাঝে মধ্যে ভাইবোন না থাকার আফসোস দেখা যায় তাদের মধ্যে। ওই ব্যক্তি এবং দুজন মহিলাও হয়তো সেরকম আফসোস করছিলেন। যাই হোক, তাদের ভাইবোন সম্পর্ক আরও সুন্দর হোক এবং অটুট থাকুক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading