মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৫ জুন ২০২১

আজকের রাশিফল – মঙ্গলবার ১৫ জুন ২০২১
মেষ রাশিঃ
মেষ রাশির জাতক জাতিকার প্রত্যাশিত কাজে দেখা দেবে দীর্ঘসূত্রীতা। জমি ক্রয় বিক্রয়ে হটাৎ করেই বাধা আসতে পারে। আত্মীয়দের অসহযোগিতার কারনে আর্থিক ভাবে ক্ষতির ভয়। রাতে সন্তানের বিবাহ শাদীর আলোচনা চলতে পারে। শিল্পীদের আয় রোজগার বৃদ্ধির সুযোগ আসবে।
বৃষ রাশিঃ
বৃষ রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে চলতে থাকা বাধা কমে আসবে। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্সের ফাঁদে পড়তে পারেন। আর্থিক প্রয়োজনে ছোট ভাই বোনের সাহায্য নিতে হবে। প্রতিবেশী কারো দ্বারা উৎপীড়নের আশঙ্কা। রাতে পারিবারিক ক্ষেত্রে ঘটবে ভালো কোন ঘটনা। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।
মিথুন রাশিঃ
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকল আর্থিক বাধা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীক ভাবে ঘুড়ে দাড়ানোর চেষ্টা সফল হবে। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতির আশা। খুচরা ও পাইকারী ব্যবসায় সাফল্য লাভ। রাতে বিদেশ থেকে আসতে পারে ভালো সংবাদ। বস্ত্র উপহার পেতে পারেন। গনমাধ্যমে কাজের সুযোগ আসবে।
কর্কট রাশিঃ
কর্কট রাশির জাতক জাতিকার মানসিক অস্থরতা কিছুটা কমবে। ব্যবসায়ীক বিষয়ে অগ্রগতির আশা। কর্মস্থলে ভালো কোনো সংবাদ আপনার প্রভাব প্রতিপত্তিকে বাড়িয়ে দেবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। রাতে বকেয়া বিল আদায়ের সুযোগ বাড়বে। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হবে।
সিংহ রাশিঃ
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজের জন্য অনুকূল। ব্যবসায়ীক প্রয়োজনে দূরে যাত্রা করতে পারেন। আয় রোজগারের চেষ্টায় প্রবাসীরা এগিয়ে থাকতে পারেন। রাতে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সাংসারিক বিষয়ে হবে অগ্রগতি। সকল মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠতে পারবেন।
কন্যা রাশিঃ
কন্যা রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক বকেয়া আদায়ে সকাল সকাল তাগাদা দিতে হবে। বন্ধু বা বড় ভাই এর সাহায্য লাভের আশা। চাকরিজীবীদের বেতন আদায়ের ক্ষেত্রে চলতে থাকা জটিলতা কেটে যাবে। ঠিকাদারী কাজে অগ্রগতি আশা করতে পারেন। রাতে হটাৎ করেই দূরের যাত্রা যোগ প্রবল।
তুলা রাশিঃ
তুলা রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে ব্যস্ততার। পদোন্নতিতে আসবে বাধা বিপত্তি। প্রভাবশালী রাজনৈতিক নেতার আচরনে কষ্ট পেতে পারেন। পিতার আচরনে মন খারাপ হয়ে যাবে। রাতে ব্যবসায় বন্ধুর সাহায্য লাভের যোগ। বিদেশ থেকে কিছু অর্থ হাতে আসতে পারে। বাড়িতে বড় বোনের আগমন হতে চলেছে।
বৃশ্চিক রাশিঃ
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্যের। ভাগ্য উন্নতির চেষ্টায় বিদেশ যাত্রা করতে পারেন। রাতে কোনো সামাজিক বা দাতব্য কাজে অংশ নিতে হবে। রাজণৈতিক ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার যোগ। নতুন জীবীকার সন্ধানে সফল হতে পারেন।
ধনু রাশিঃ
ধনু রাশির জাতক জাতিকার আজ লটারী ভাগ্য অনুকূল থাকবে। অপ্রত্যাশিত কিছু অর্থ রোজগারের সুযোগ আসবে। আয় রোজগারের চেষ্টায় ঋণের বিষয়ে সতর্ক থাকুন। রাতে বিদেশ থেকে পেতে পারেন কাঙ্খীত সংবাদ। বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের সুযোগ আসবে।
মকর রাশিঃ
মকর রাশির জাতক জাতিকার ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা কাটিয়ে ওঠার দিন। দাম্পত্য কলহের সমাধান হতে পারে। অংশিদারী ব্যবসায় কিছু জটিলতা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন। রাতে ব্যাংক ঋণ এর কোনো ম্যাসেজ পেতে পারেন। পাওনাদারের টাকার চাপ বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশিঃ
কুম্ভের জাতক জাতিকার দিনটি কর্মস্থলে জটিলতার। নিজের পায়ে দাড়ানোর ক্ষেত্রে প্রবল প্রতিযোগিতার সম্মূখীণ হতে হবে। কর্মচারীদের কারনে আজ ব্যবসায় কিছু লোকশান হতে চলেছে। রাতে জীবন সাথীর সাহায্য পাবেন। সাংসারিক অশান্তির সমাধান আশা করা যায়। ব্যবসায় কিছু অগ্রগতি হবে।
মীন রাশিঃ
মীনের জাতক জাতিকার দিনটি রোমান্টিক সম্পর্কের জটিলতার। প্রেমের কারনে পড়াশোনা ও কর্মে ব্যাঘাত হতে পারে। সন্তানের আচরনের পরিবর্তন আপনাকে ভাবিয়ে তুলবে। শিল্পী ও কলাকুশলীদের প্রেম ভালোবাসা নিয়ে দূর্ণাম রটার ভয়। রাতে শারীরিক অবস্থা ভালো যাবে না। কোনো কারনে মেজাজ থাকবে উগ্র।