শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৯ জুন ২০২১

আজকের রাশিফল – শনিবার ১৯ জুন ২০২১
মেষ রাশিঃ
মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে সহকর্মীদের সাথে মনমালিন্য দেখা দিতে পারে। শারীরিক পীড়ার কারনে কাজে মন বসানো হবে কষ্টকর। অধিনস্ত কর্মচারীদের কোনো ভুলে বড় অংকের অর্থ জরিমানার সম্মূখীণ হতে পারেন।
বৃষ রাশিঃ
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শৈল্পিক কাজে অগ্রগতির। মনের মাধুরী মিশিয়ে যে কাজ করবেন তাতে মানসিক তৃপ্তির সাথে সাথে আর্থিক উন্নতিও হতে থাকবে। সন্তানের সাথে মানসিক দূরত্ব তৈরী না করে তার বন্ধু হওয়ার চেষ্টা করুন। প্রেম ভালোবাসায় বিশ^াস ও পরস্পরের প্রতি আস্থা থাকলে কোনো বাধাই আপনাদের সামনে পাহাড় হয়ে দাড়াতে পারবে না।
মিথুন রাশিঃ
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক কাজে ব্যস্ততার। গৃহ পরিবর্তন বা গৃহস্থালী কোনো কাজে অর্থ ব্যয় হবে। আত্মীয় পরিজনের আচরনে কষ্ট পেতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলাপ আলোচনায় কাঙ্খীত অগ্রগতি বাধা পাবে। মায়ের সাথে সাংসারিক বিষয়ে দেখা দিতে পারে মতানৈক্য।
কর্কট রাশিঃ
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি দূর করতে পারবেন। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির দিন। নতুন কাজের দায়িত্ব লাভ। বৈদেশিক যোগাযোগে সফল হতে পারবেন। অনলাইনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধির আশা।
সিংহ রাশিঃ
সিংহ রাশির জাতক জাতিকারা বকেয়া টাকা আদায়ে সফল হবেন। ব্যবসা বাণিজ্যে চলতে থাকা বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। সাংসারিক জীবনে শ্যালক শ্যালিকা বা দেবর ননদের সাথে সম্পর্কগুলো জোড়া লাগতে শুরু করবে । সঞ্চয়ের চেষ্টায় শত বাধা বিপত্তি। খুচরা বিক্রয় থেকে ভালো লাভের আশা।
কন্যা রাশিঃ
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি কাজে কর্মে অগ্রগতির। তবে তথ্য বিভ্রান্তির কবলে পড়ে কিছু অর্থ নষ্ট হতে পারে। পেশাগত দায়িত্ব পালনের জন্য সম্মানিত হতে পারেন। আর্থিক উন্নতির ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাবেন। মনের জোর ধীরে ধীরে বাড়তে থাকবে।
তুলা রাশিঃ
তুলা রাশির জাতক জাতিকার দিনটি ব্যয়বহুল। আইনগত জটিলতার জন্য অর্থ ব্যয় করতে হবে। হটাৎ করেই দূরের যাত্রা যোগ। প্রবাসীদের কর্মস্থলে দেখা দেবে জটিলতা। হটাৎ করেই বিনা নোটিশে কর্মহাণী হতে পারে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় কিছু আয়ের আশা করতে পারেন।
বৃশ্চিক রাশিঃ
বৃশ্চিক রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক ভাবে দিনটি অগ্রগতির। বন্ধুদের সহায়তায় আয় রোজগারে অগ্রগতি হবে। সৃজনশীল পেশাজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের আয় রোজগারের নতুন নতুন পথ উম্মুক্ত হবে। বড় ভাই বোনের স্থাবর সম্পত্তি লাভের যোগ প্রবল।
ধনু রাশিঃ
ধনু রাশির জাতক জাতিকার দিনটি কর্ম ক্ষেত্রে নিজের যোগ্যতায় উন্নতির। বড় কোনো কাজ করতে হলে আপনাকে বড় ত্যাগের মানসিকতা রাখতে হবে। আপনার মহৎ উদ্দেশ্য সাধনের পথে পিতা বা পদস্ত কর্মকর্তা বাধা হয়ে দাড়াতে পারেন। তবে সফলতা আপনার ঝুলিতেই আসবে। রাজনৈতিক ও সামাজিক কাজে সম্মানিত হবেন।
মকর রাশিঃ
মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বৈদেশিক ব্যবসা বানিজ্যে আশানুরুপ উন্নতির সুযোগ আসবে। উচ্চ শিক্ষাই হোক বা জীবীকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য আশা করা যায়। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক ভাবে পরিতৃপ্ত হতে পারবেন। ভাগ্য সহায় হওয়াতে কর্ম ও ব্যবসায়ীক জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।
কুম্ভ রাশিঃ
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দেনা-পাওনার হিসাব মিটিয়ে ব্যবসায় কিছু উদ্বৃত্ত আশা করতে পারেন। অসুস্থ আত্মীয় স্বজনের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। সাংসারের প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে পারেন। আইনগত জটিলতা থেকে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো।
মীন রাশিঃ
মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চক্ষু বা বাতের পীড়ায় ভোগান্তির আশঙ্কা। কর্মস্থলে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ঝামেলার কাজে না জড়ানোই আজ উত্তম। নিজের উপর বিশ্বাস ও আস্থা ধরে রাখুন। পাছে লোকে কি বলে তা মূখ্য নয়। কারো কথায় প্ররোচিত হলে প্রতারিত হওয়ার ভয় রয়েছে। ব্যবসা বাণিজ্যে অপরের কথায় সিদ্ধান্ত না নিয়ে নিজের চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিন।