রাশিফল

রবিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২০ জুন ২০২১

আজকের রাশিফল – রবিবার ২০ জুন ২০২১

মেষ রাশিঃ
আজ মেষ রাশির জাতক জাতিকার জীবনে অপ্রত্যাশিত কোনো পরিবর্তন হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য লাভের আশা। ব্যবসা বাণিজ্যে চলতে থাকা স্থবিরতা কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে চলতে থাকা সকল জটিলতা কেটে যাবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কিছু আয়ের আশা করতে পারেন।

বৃষ রাশিঃ
বৃষ রাশির জাতক জাতিকার কর্মস্থলে চলতে থাকা সহকর্মী বিরোধের অবশান আশা করা যায়। কাজের লোক বা কর্মচারীর দ্বারা উপকৃত হবেন। আর্থিক সকল জটিলতা কাটিয়ে ওঠার সুযোগ আসবে। নিজের রাগ ও জেদ আজ সামলে রাখুন। অণৈতিক কাজের সাথে জড়ালে কোনো প্রশাসনিক শাস্তির শিকার হতে পারেন।

মিথুন রাশিঃ
মিথুন রাশির জাতক জাতিকার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে দিনটি থাকবে বলবান। সন্তানের পড়াশোনা বা বিবাহ শাদীর দুঃশ্চিন্তা কমে আসবে। আয় রোজগারের ক্ষেত্রে শিল্পীদের সময় ভালো। সৃজনশীল কাজের জন্য নতুন চুক্তি করার সময়। বিদ্যার্থীদের পড়াশোনায় আরো বেশি মনযোগি হতে হবে।

কর্কট রাশিঃ
কর্কট রাশির জাতক জাতিকার পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। পরিবার পরিজনের সাহায্য সহাযোগিতা আশা করতে পারেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের অবশান হতে চলেছে। কোনো আত্মীয়র সহায়তায় কর্মস্থলে নতুন পদ প্রাপ্তির সুযোগ আসবে। মায়ের সাথে চলতে থাকা মান অভিমান কাটিয়ে উঠতে পারবেন।

সিংহ রাশিঃ
সিংহর জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে অগ্রগতির আশা। ব্যবসায়ীক কোনো তথ্য আপনার ভাগ্যর উত্থানে সাহায্য করতে পারে। ছোট ভাই বোন ও প্রতিবেশীদের সাহায্য সহাযোগিতা পেতে পারেন। অনলাইন ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে। মিডিয়াকর্মী ও সাহিত্যিকদের কাজে অগ্রগতির আশা।

কন্যা রাশিঃ
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আদায় হতে পারে বহু দিনের পুরোন বকেয়া। গৃহে কোনো আপ্যায়নের ব্যবস্থা করতে পারেন। শ্যালক শ্যালিকা বা দেবর ননদের আগমন হবে। খুচরা পাইকারী ও ক্ষুদ্র ব্যবসায় সফল হতে পারবেন। সঞ্চয়ের চেষ্টায় সফল হওয়ার আশা।

তুলা রাশিঃ
তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে। অসুস্থতা ও সকল প্রকার মানসিক জড়তা কাটিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন। প্রায় অচলাবস্থা থেকে ব্যবসাকে আজ নতুন করে জাগ্রত করতে পারবেন। জীবন সাথীর সাথে প্রেমময় সম্পর্ক বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশিঃ
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি হতে পারে ব্যয় বহুল। হটাৎ করেই দূরে যাত্রা করতে হতে পারে। প্রশাসনিক কোনো জটিলতা নিরশনে অর্থ ব্যয় করতে হবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের আশা। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের ব্যবসায়ীক মন্দা ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে।

ধনু রাশিঃ
ধনু রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসায়ীক বকেয়া অর্থ আদায়ের। চাকরিজীবীদের বেতন আদায়ের সুযোগ আসবে। পরিবারে বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। বন্ধুর সাহায্যে ঠিকাদারী বিল আদায়ের যোগ প্রবল। নতুন ব্যবসায়ীক যোগাযোগে অগ্রগতির আশা।

মকর রাশিঃ
মকর রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে সাফল্যের। হারানো পদ পদবী ফিরে পাওয়ার আশা। পিতার সাহায্য পাবেন। বেকারদের কর্ম সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে। প্রভাবশালী রাজণৈতিক ব্যক্তির সাহায্য পেতে পারেন।

কুম্ভ রাশিঃ
কুম্ভ রাশির রাশির জাতক জাতিকার উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে পাবেন অনাবিল আনন্দ। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকের সাহায্যে কোনো বৃত্তি লাভে সফল হবেন। জীবন জীবিকার তাগিদে যেতে পারেন দূরে।

মীন রাশিঃ
মীন রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ঝুঁকির। আর্থিক ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন হবে। কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখতে পারেন। বীমা বা ব্যাংকের লাভাংশ উত্তোলনের যোগ প্রবল। রাস্তাঘাটে পুলিশ প্রশাসনের সাথে অহেতুক তর্কে না জড়ানোই ভালো।

Related Articles

Back to top button