আইএসএল এর প্রথম কলকাতা ডার্বি জিতে ইতিহাস তৈরি করল এটিকে-মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গল গোটা ম্যাচ ঠিকঠাক খেললেও দুর্দান্ত দলগঠনের জেরে ম্যাচ জিতল সবুজ-মেরুণ শিবির।
শুরু থেকে দুই দলই বেশ ভালোমত শুরু করলেও দুই দলের রক্ষণ বেশ পোক্ত ছিল। একাধিকবার দুই দল ভালো সুযোগ পেলেও গোলমুখ খুলতে পারেনি।
কিন্তু ৪৯ মিনিটে এটিকে-মোহনবাগানের হয়ে গোল করেন রয় কৃষ্ণা। এরপর ৮৫ মিনিটে গোল করেন মনবীর সিং। শেষ অবধি ২-০ ব্যবধানে জেতে এটিকে-মোহনবাগান।
Related Posts