সপ্তমবার এই বোলারের শিকার হলেন বিরাট কোহলি, যা রেকর্ড

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঁচ উইকেটে পরাজিত হল। এই ম্যাচে জিতলে প্লে-অফের রাস্তা কিছুটা হলেও পরিস্কার হত আরসিবি’র। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ। ব্যাটিংয়ে বিরাট ও এবিডি ব্যর্থ হওয়ায় আরসিবি নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মোট ১২০ রান তুলেছিল। এই রান তাড়া করতে নেমে ১৪.১ ওভারেই ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদ।
আরসিবি এই ম্যাচ নিয়ে টানা তিনবার হারল। এদিন ম্যাচের নায়ক সন্দীপ শর্মা। চার ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি। এই দুটি উইকেটের মধ্যে ছিল বিরাট কোহলির উইকেটও। ৪ ওভার বল করে রান দিয়ে ২ উইকেট নেন জেসন হোল্ডার।
এই নিয়ে বিরাট কোহলিকে সপ্তমবার আউট করেছেন সন্দীপ। যা অন্যতম রেকর্ডও বটে। এই ম্যাচ জিতে হায়দ্রাবাদ ছয়টি ম্যাচ জিতেছে। আরসিবির জিতেছে সাতটা ম্যাচ। এরপর দিল্লি ক্যাপিটালসের সাথে হারলে মুশকিলে পড়তে হতে পারে বিরাটের দলকে।