ক্রিকেট

ছয় মাস পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলনে নামছে বাংলা

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর আবার মাঠে ফিরতে চলেছে বাংলা দল। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাংলা দল অনুশীলন শুরু করতে চলেছে। সেই অনুশীলনে অবশ্যই মেনে চলতে হবে কোভিড- ১৯ সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। অনুশীলন সেশনের আগে ক্রিকেটারদের নিয়ে একটি কর্মশালারও আয়োজন করা হবে, যেখানে করোনা সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করা হবে। মেডিকেল অফিসাররা একটি ক্লাস নেবেন বাংলার ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

অনুশীলনের আগে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে শারীরিক প্রশিক্ষণও চলবে। করোনার কথা মাথায় রেখে সিএবির পক্ষ থেকে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে। এতে দলের অপারেশনাল ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায়, ড: শান্তনু সেন, ড: শান্তিরঞ্জন দাশগুপ্ত, ড: সপ্তর্ষি বসু এবং ড: আসিফ ইকবাল অন্তর্ভুক্ত রয়েছে। তবে অনুশীলন অধিবেশন চলাকালীন বাংলার কোচ অরুণ লাল শশরীরে উপস্থিত থাকতে পারবেন না। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি বাড়ি থেকে অনুশীলন সেশনে যুক্ত থাকবেন।

বিজ্ঞাপন

এই অনুশীলন হবে বায়ো সিকিউর সার্কেলের মধ্যে হবে। এক্ষেত্রে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে (সিএবি) বায়ো সিকিউর সার্কেলে সজ্জিত করছে। অনেক বিধি নিষেধ রয়েছে এক্ষেত্রে, অনুশীলনের সময় তিনজন চিকিৎসক উপস্থিত থাকবেন। বলা বাহুল্য, চলতি বছরে করোনা আবহে থমকে গিয়েছে ক্রিকেট, এবার ভারতে কোনও ঘরোয়া টুর্নামেন্ট না হওয়ার সম্ভাবনা দেখছে বিসিসিআই। সূত্রের খবর অনুযায়ী, গোটা ঘরোয়া টুর্নামেন্টই স্থগিত করা হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading