ক্রিকেট

করোনা ভাইরাস-এর আতঙ্কে আইপিএল স্থগিত হবে না, বার্তা বিসিসিআই-এর

বিজ্ঞাপন

করোনা ভাইরাসের চোখ রাঙানিতে বাতিল হওয়ার মুখে শ্যুটিং বিশ্বকাপ, ২০২০ টোকিও অলিম্পিক্সও। এবার ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ঘিরেও। শোনা যাচ্ছে যে, করোনা ভাইরাসের কারণেই পিছিয়ে যেতে পারে চলতি বছরের আইপিএল। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল বাতিলের বিষয়টিকে সমর্থন না করলেও, মহারাষ্ট্রের মন্ত্রী রাজেশ তোপের মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক।

বিজ্ঞাপন

তিনি বলেন যে, ‘স্টেডিয়াম থেকেই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। সংক্রমণের আশঙ্কায় বাতিল করা হোক আইপিএল।’ এরপরেই তৈরি হয় আইপিএল বাতিলের আশঙ্কা। এমনকী আইপিএল স্থানান্তরিত করার বিষয়টিও ঘোরাফেরা করছে দেশের ক্রিকেট প্রশাসকদের মুখে।

বিজ্ঞাপন

যদিও এমন কোনও আশঙ্কার কথায় আপাতত বিশ্বাস করতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রের খবর, ‘আশঙ্কার কোন কারণ নেই। আইপিএল আসতে এখনও সময় আছে। স্টেডিয়ামগুলিতে অতিরিক্ত মেডিক্যাল সতর্কতা মেনে চলবে বিসিসিআই। স্টেডিয়ামে প্রবেশের আগেই পরীক্ষা করা হবে দর্শকদের।’ তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading