ক্রিকেট

বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সঞ্জয় মঞ্জরেকর

রবিবারই বিসিসিআই ধারাভাষ্য প্যানেল থেকে সঞ্জয় মঞ্জরেকারের বহিষ্কারের খবর নিশ্চিত করেছে। তারই প্রেক্ষিতে টুইটারে মঞ্জরেকর জানিয়েছিলেন যে, বিসিসিআই কর্তপক্ষ ঠিক করবেন কাকে প্যানেলে রাখবেন বা রাখবেন না এবং তিনি এই সিদ্ধান্তকে সম্মান করেন। তিনি আরও বলেছেন, “হয়তো শেষের দিকে বিসিসিআই আমার কাজে সন্তুষ্ট ছিল না। আমি পেশাদারী মনোভাব নিয়েই এই সিদ্ধান্তটিকে গ্রহণ করেছি।”

প্যানেল থেকে সরিয়ে দেওয়ার স্পষ্ট কোনো কারণ জানা না গেলেও সাংবাদিকদের কাছে বিবৃতি দেওয়ার সময়, বিসিসিআইয়ের একটি সূত্র কেবলই বলেছিল যে বিসিসিআই তার কাজ নিয়ে খুশি নন বলে এই প্রাক্তন ক্রিকেটারকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য ১৯৯৬ সালে ভারতীয় টিম থেকে অবসর নেওয়ার পর কমেন্ট্রিতে আসেন মঞ্জরেকর। তার পর থেকে দীর্ঘ সময় বোর্ডের ধারাভাষ্য টিমে দেখা গিয়েছে তাঁকে। টানা তিনটে বিশ্বকাপে আইসিসির প্যানেলেও ছিলেন। তবে সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ধারাভাষ্য দিতে বসে মঞ্জরেকর যতটা না ধারাভাষ্য দিয়েছেন তার থেকে অনেক বেশি তিনি বিতর্কে জড়িয়ে পড়েছেন। এমনকি বিশ্বকাপের সেমি ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন মঞ্জরেকর। তারপর সেমি ফাইনালে জাদেজা অবশ্য ভালো পারফরম্যান্স করে মঞ্জরেকরকে জবাব দেন। কিন্তু বিশ্বকাপের সেমি ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য ভালো চোখে দেখেননি বিসিসিআই।

পাশাপাশি, হর্ষ ভোগলে নিয়েও মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন মঞ্জরেকর। তিনি দাবি করেছিলেন ভোগলে পেশাদার ক্রিকেট খেলেননি তাই ক্রিকেট সম্পর্কে তার ধারণা ভালো নয়।

debangon chakraborty

Related Articles

Back to top button