এবার আউট হয়েই নয়া রেকর্ড গড়লেন ভারতের চেতেশ্বর পুজারা। ইংল্যান্ডে ভারতের পাঁচটি টেস্ট সিরিজের মধ্যে প্রথম টেস্টটিতে না খেললেও দ্বিতীয় টেস্টে তাকে দলে রাখা হয় পূর্বের টেস্ট ম্যাচগুলোতে তাঁর ইতিবাচক পারফরম্যান্সের দরুন। কিন্তু আশা পূরণ করতে পারলেননা তিনি এবং আউট হয়ে গেলেন প্রথম ইনিংসে ১ রান করে।
এদিন তিনি খেলতে নেমে অ্যান্ডারসনের বলে ১ রান করে ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে যান পুজারা। এই নিয়ে মোট ৭ বার রান আউট হলেন তিনি, যা টেস্ট ম্যাচের জগতে বিরল। ফলস্বরূপ রান আউটের রেকর্ডে পুজারা ছুঁয়ে ফেললেন প্রাক্তন ইংল্যান্ডের প্লেয়ার কাম্যাট প্রায়রকে। তিনিও মোট ৭ বারই রান আউট হয়েছিলেন, টেস্ট ম্যাচের জগতে যা এখনও অবধি সর্বাধিক। এবার সেই রেকর্ডে নাম লেখালেন ভারতীয় ব্যাটসম্যান পুজারাও।
এদিন বিরাটের সঙ্গে ব্যাট করতে নেমে পুজারা অ্যান্ডারসনের ওভারের তৃতীয় বলে রান নিতে গিয়েই বাঁধান বিপত্তি। পয়েন্ট ফিল্ডারের হাতে বল চলে যাওয়ায় রান নিতে গিয়ে দৌড়েও বিপদ বুঝে ফিরে আসেন কোহলি। কিন্তু পুজারা রয়ে যান পিচের মাঝেই। ফলস্বরূপ এক রান করে এদিন মাঠ থেকে ফিরে আসতে হয় পুজারাকে।