ম্য়াচের আগে পিঠে এ কেমন দাগ মহম্মদ শামির? জেনে নিন

চার ম্যাচে আট উইকেট নিয়ে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন ঘরের মধ্যে বন্দী থাকলেও নিজের ফিটনেস নিয়ে যথেষ্ট কাজ করেছেন শামি, তা বোঝা যায় তার বোলিং দেখে। কিন্তু একটি ছবি দেখে হতভম্ব হন সবাই।
নিজের ইনস্টাগ্রামে মহম্মদ শামি একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তিনি সুইমিং পুলে সাঁতার কাটছিলেন। ছবিতে বাকি সব ঠিক থাকলেও সকলের নজর গিয়ে পড়ে পিঠের দিকে। সেখানে গোল গোল চাকতির মত কালসিটের দাগ পড়ে রয়েছে।
Cupping time #SaddaPunjab #Mshami11 pic.twitter.com/2rftnj40bX
— Mohammad Shami (@MdShami11) September 30, 2020
আসলে এটি হল কাপিং থেরাপির দাগ। এই পদ্ধতিতে কাঁচের কাপকে হাই প্রেসারে চামড়া টেনে ধরিয়ে শরীরের বাজে রক্ত বের করে দেয়া হয়। অত্যন্ত প্রাচীন এই থেরাপির মাধ্যমে শরীরের যাবতীয় ক্লান্তি দূর করা যায়। থেরাপিস্ট আপনার পিঠে কাপের মত একটি বস্তু বসিয়ে দেবে, যা শরীর থেকে কোনও কিছু শুষে নেবে।