ক্রিকেট

৫০-এ পা মহারাজের, মাঝরাতে লন্ডন আই-এর সামনে ভাংড়া নাচলেন সৌরভ, ভাইরাল প্রাক-জন্মদিন সেলিব্রেশনের ভিডিও!

জীবনের ২২ গজে হাফ সেঞ্চুরি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, শুক্রবার, ৫০-এ পা দিলেন মহারাজ। আপামর বাঙালির কাছে এই দিনটা বেশ গর্বের কারণ আছে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতির শুভ জন্মদিন।

এই বছরের জন্মদিনটা একেবারে অন্য মুডে কাটাচ্ছেন সৌরভ। এই মুহূর্তে পরিবারের সঙ্গেই লন্ডনে রয়েছেন তিনি। সঙ্গে বন্ধুবান্ধব। রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানাও। জন্মদিনের মধ্যরাতে লন্ডনের রাস্তায় মন খুলে নাচলেন দাদা। লন্ডন আই-এর সামনে মহারাজের এমন প্রাণ খোলা নাচ মুগ্ধ করলো সকলকে। এমনিতে পাড়ার পূজোতে ঢাক কাঁদে নাচতে দেখা গিয়েছে সৌরভকে। তবে এবার ইংল্যান্ডের মাটিতে নাচলেন মহারাজ।

এদিন সৌরভের সঙ্গে দেখা গেল ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তকেও। তিনি সোশ্যাল মিডিয়ায় সৌরভের নাচের নানান ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও এখন নেট মাধ্যমে কার্যত ভাইরাল। প্রাক জন্মদিনের সেলিব্রেশনে দাদার এমন নাচ তার অনুরাগীদের মন ছুঁয়েছে।

মহারাজের জন্মদিনকে আরও স্পেশ্যাল করে তুলেছেন শচীন তেন্ডুলকর। দীর্ঘ সময়ের ওপেনিং পার্টনারের সঙ্গে তাঁর জন্মদিনের আগে শ্যাম্পেন সেলিব্রেশন করেছেন তিনি। সেই সেলিব্রেশনে উপস্থিত ছিলেন শচীনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও। ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ও বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল।

Related Articles

Back to top button