ফুটবল

অ্যারোজের বিরুদ্ধে টোনি-র ময়দানে নামার সম্ভবনা কতোটুকু?

খবর 24×7 নিউজ ডেস্ক: অনেকদিন হলো কলকাতাতে পা রেখে দলের সঙ্গে অনুশীলন করছেন লাল হলুদের নয়া বিদেশি টোনি ডোভালে। তবে সই পর্ব না মেটায় ময়দানে নামতে পারছেন না তিনি। কথা রয়েছে নতুন বছরের জানুয়ারিতে সই পর্ব সেরে ময়দানে নামবেন টোনি ৷ সেইমতোই শোনা যাচ্ছে যে শুক্রবার সই পর্ব মিটিয়ে ফেলা হবে তাঁর । এরপরই ৮ তারিখ অ্যারোজের বিরুদ্ধে ময়দানে নামতে আর কোনো বাঁধা থাকবেনা টোনি ডোভালের৷

সেইমতো টোনি-কে দলে রেখেই অনুশীলন করছে লাল হলুদ বাহিনী। চিফ কোচ আলেয়ান্দ্রো এখনও ফেরেননি। তবে শোনা যাচ্ছে যে, ডোভালকে মিডফিল্ডে রেখেই ছক কষছেন লাল হলুদ কোচিং স্টাফেরা। উইং-এ থাকবেন লালডানমাওইয়া এবং ব্রেন্ডন। তবে কোচ ফিরে এলে তিনি ডোভালকে উইং-এও খেলাতে পারেন বলে খবর। এখন দেখার বিষয় এটিই যে, নির্বিঘ্নে সই পর্ব সমাধান করে লাল হলুদ জার্সিতে অ্যারোজের বিরুদ্ধে টোনিকে ময়দানে দেখা যায় কীনা।

Related Articles

Back to top button