২০১৯ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ থেকে শুরু হতে চলেছে এএফসি এশিয়ান কাপ। আর তাতেই যোগ দিতে প্রথম দল হিসেবে আবুধাবিতে পৌঁছে গেলো সুনীলরা। মোট ২৮ জনের বাহিনী নিয়ে এবার এশিয়ান কাপের আসরে ভারতীয় দল। এদিন বিমানবন্দরে নামার সঙ্গেই সঙ্গেই চলে ভারতীয় বাহিনীকে অভ্যর্থনা জানানোর পালা। বিমানবন্দরে হাজির ছিলেন কিছু ভারতীয় সমর্থক এবং ভারতীয় দূতাবাসের কিছু কর্তারা। তারাই এদিন বিমানবন্দরে অভ্যর্থনা জানায় ভারতীয় দলকে।
এএফসি এশিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত এবং ভারতের প্রথম ম্যাচটি হতে চলেছে ৬ তারিখেই থাইল্যান্ডের বিরুদ্ধে। এরপরের ম্যাচটি রয়েছে ১০-জানুয়ারি সংযুক্ত আরবের বিরুদ্ধে। গ্রুপের ম্যাচে ভারতের শেষ খেলা রয়েছে ১৪ তারিখ বাহরিনের বিরুদ্ধে। তবে এফসি এশিয়ান কাপ শুরু হওয়ার পূর্বে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ হিসেবে আগামী ২৭ ডিসেম্বর ওমানের বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে একটি ফ্যান্ডলি ম্যাচে। এফসি এশিয়ান কাপে এবারে ভারতীয় দলকে নিয়ে যথেষ্ঠ আশাবাদী সমর্থকেরা।
Related Posts