জয় দিয়ে শুরু ভারতের এশিয়ান কাপ যাত্রা।

খবর 24×7 নিউজ ডেস্ক: দেশের মাটিতে যখন আই লিগ ঝড়, সেসময় এশিয়ান কাপে আজ তান্ডব চালিয়ে গোলের বর্ষণে থাইল্যান্ডকে উড়িয়ে দিল সুনীল ছেত্রীদের ভারতীয় দল। আজ এশিয়ান কাপে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল গুরপ্রীত, সুনীল-রা, আর সেখানেই ৯০ মিনিটের ঝড়ে থাইল্যান্ডকে পুরোপুরি ভাবে উড়িয়ে জয় দিয়ে এশিয়ান কাপ যাত্রা শুরু করলো ভারতীয় ফুটবল দল। এর পূর্বে ওমানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে যখন ভারতীয় ফুটবল দল ০-০ তে ড্র করে খেলা শেষ করেছিল তখনই বোঝা গিয়েছিল যে এবারে ভারতীয় দল আগের থেকে অনেক বেশি প্রস্তুত৷ সেটিকেই সত্য প্রমাণিত করে আজ কার্যত থাইল্যান্ডকে ধরাশায়ী করে জয় হাসিল করলো সুনীল, উদান্তরা।
এদিন খেলা শুরুর পর প্রথমার্ধের ২৬ মিনিটের মাথাতেই পেনাল্টিতে গোল করার সুযোগ চলে আসে ভারতীয় দলের নিকট। সেই সুযোগকেই যথাযথ ভাবে কাজে লাগিয়ে আজ খেলা শুরুর ২৬ মিনিটের মাথাতে ভারতের হয়ে প্রথম গোলটি করেন সুনীল ছেত্রী। এরপর যদিও প্রথমার্ধের ৩৩ মিনিটের মাথাতে ডাঙ্গডা থাইল্যান্ডের হয়ে গোল করে খেলায় সমতা ফেরান৷ এরপর প্রথমার্ধে কোনোপক্ষই আর গোল করতে না পারার দরুন খেলার প্রথমার্ধ শেষ হয় ১-১ এ।
এরপর খেলার দ্বিতীয়ার্ধে ময়দানে রীতিমতো তান্ডব চালায় ভারতীয় ফুটবল বাহিনী। ম্যাচ শুরুর ৪৭ মিনিটের মাথাতে ফের ভারতের হয়ে থাইল্যান্ডের জালে বল জড়ান নায়ক সুনীল৷ ফলস্বরূপ ভারত লিডে চলে এলেও, তাতে তারা থেমে থাকেননি। বরং ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৮ এবং ৮১ মিনিটের মাথাতে ফের ভারতের হয়ে গোল করে থাইল্যান্ডকে উড়িয়ে দেন যথাক্রমে থাপা এবং জেজে৷ এরপর থাইল্যান্ড আর একটিও গোল না করতে পারার দরুন আজকের এই ম্যাচটি শেষ হয় ৪-১ এর ব্যবধানে। এবং বড়ো জয় লাভ করে ভারতীয় ফুটবল বাহিনী৷
নিঃসন্দেহে এশিয়ান কাপের শুরুতেই ভারতীয় ফুটবল বাহিনীর এই দুর্দান্ত জয় আত্মবিশ্বাস বেশ অনেকটাই বাড়িয়ে দেবে ফুটবলারদের৷ আরও বলা যায় যে, আজকের খেলা দেখেই বোঝা গিয়েছে ভারতীয় ফুটবল বাহিনী এখন বেশ অনেকটাই নিজেদের পাল্টে ফেলেছে৷ ফলস্বরূপ এবারে ভারতীয় সমর্থকরা নতুন স্বপ্ন দেখা শুরু করেছেন এশিয়ান কাপ নিয়ে। এখন দেখার বিষয় এটিই যে, ভারতীয় ফুটবল বাহিনী সমর্থকদের সেই প্রত্যাশা বজায় রেখে এশিয়ান কাপে তাদের জয় যাত্রা বজায় রাখতে পারে কীনা৷