ফুটবল

সম্ভাব্য নতুন বিজয়ী পেতে চলেছে এবারের ই পি এল। জানতে পড়ুন!

খবর 24×7 নিউজ ডেস্ক: গত বছর ই পি এল চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। এই মরসুমের  শুরু টাও তারা ভালো পারফরমেন্স দিয়েই করেছিলো, কিন্তু ই পি এল কিছুটা যেতেই সেই চিত্র বদলাতে শুরু করে। চলতি ই পি এল-এ বর্তমানে ম্যানচেস্টার সিটি-কে টপকে লিভারপুল প্রথম স্থান দখল করে নিয়েছে এবং পয়েন্ট টেবিল-এ দুই দলের মধ্যে এখন ব্যবধান ৭ পয়েন্ট-এর।

এতদিন ই পি এল না জেতা নিয়ে নানা রকম বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছে লিভারপুল সমর্থকদের। কিন্তু এবারে হয়তো তাদের এই দুঃখ নয়া বছরে সম্ভবত মিটতে চলেছে, সৌজন্যে মোহাম্মদ সালাহ এবং জার্মান কোচ ক্লপ। এর আগেও লিভারপুল এর তারকা কিংবদন্তী স্টিভেন জেরার্ড-ও তাদের চ্যাম্পিয়ন করতে পারেননি। তাই এই বছর হয়তো মোহাম্মদ সালাহ তাদেরকে ই পি এল বিজয়ী করতে চলেছেন।

আজ রাতেই ম্যানচেস্টার সিটি-এর ম্যাচ রয়েছে লিভারপুলের বিরুদ্ধে। আর এই ম্যাচে লিভারপুল জয় পেলেই ম্যানচেস্টার সিটি-র সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান বেশ অনেকটাই বেড়ে যাবে৷ ফলস্বরূপ লিভারপুল-কে টপকাতে বেশ বেগ পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। তাই শেষ অবধি বলা যায় যে আজকের ম্যাচের পরই বোঝা যাবে যে সালাহ কতোটা সহজে তাঁর দলকে ই পি এল বিজয়ী করার দৌড়ে রাখতে চলেছেন।

Related Articles

Back to top button