সুপার কাপ জটিলতা ধীরে ধীরে এবারে মিটছে। ভারতীয় ফুটবলের রোডম্যাপ কি হবে তা ফেডারেশনের পক্ষ থেকে আই লিগের ক্লাবগুলোকে না জানানোয় এবং ফেডারেশন কর্তা আই লিগের ক্লাবগুলোর সঙ্গে সভাতে না বসায় সুপার কাপ বয়কট করেছিল আই লিগের ক্লাবগুলো। কিন্তু এরপর ফেডারেশন কর্তা আই লিগের ক্লাবগুলোর সঙ্গে মিটিং-এ বসতে রাজি হওয়ায় শেষ অবধি বরফ গলতে শুরু করে। সূত্রের খবর একে একে সুপার কাপে রেজিস্ট্রেশনের পথে আই লিগের ক্লাবগুলো৷
ইতিমধ্যেই সূত্র মারফত খবর যে, অনেক বিতর্কের পর কলকাতার এক প্রধান কোয়েস ইস্টবেঙ্গল জোট ভেঙে সুপার কাপে তাদের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। তবে শুধু ইস্টবেঙ্গলই নয়, ফুটবল মহলে চাপা গুঞ্জন যে লাল হলুদের সঙ্গে চেন্নাই সিটি এফসি, চার্চিল ব্রাদার্স, নেরোকা প্রমুখ ক্লাবগুলোও সুপার কাপে খেলতে তাদের পদক্ষেপ এগিয়েছে। অবশ্য এর পূর্বেই রিয়েল কাশ্মীর জোট ভেঙে তাদের সুপার কাপে খেলার কথা জানিয়েছিল, এবারে সম্ভবত সেই একই পথে হাঁটতে চলেছে ইস্টবেঙ্গল, চেন্নাই, নেরোকা প্রমুখরা৷
যদিও এখনও সুপার কাপে রেজিস্ট্রেশনের কোনো খবর নেই কলকাতার আরেক প্রধান মোহনবাগানের ৷ আই লিগে খুব একটা ভালো অবস্থানে ছিল না কলকাতার বাগান বাহিনী। সুপার কাপের আগেও আর্থিক সমস্যার জেরে নিজেদের তিন বিদেশীকে ছাটাই করেছে তারা। ফলস্বরূপ সুপার কাপ নিয়ে দ্বন্দ্বে মোহনবাগান। আর্থিক জোগান সেভাবে না থাকায় আগামী মরশুমে আইএসএল-এ আদৌ বাগান খেলতে পারবে কীনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তাই ভারতীয় ফুটবলের রোডম্যাপ জানতে বদ্ধপরিকর বাগান বাহিনী এখনও সুপার কাপে তাদের রেজিস্ট্রেশন থেকে বিরত রয়েছে। অপরদিকে মিনার্ভা, গোকুলাম, আইজল সুপার কাপে তাদের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলো ছেড়ে দেওয়ায় সুপার কাপ থেকে মূলত ছিটকেই গিয়েছে তারা। কারণ নতুন করে আর সুপার কাপের সময় সূচী তৈরী সম্ভব নয় তা জানিয়ে দিয়েছেন ফেডারেশন কর্তারা।
Related Posts