ফুটবল
ইস্টবেঙ্গলে আরও এক বছর থাকতে চলেছেন অভিষেক আম্বেকর

গত বছর মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন মুম্বইয়ের তরুণ উইং ব্যাক অভিষেক আম্বেকর। গত মরশুমে ইস্টবেঙ্গলের খারাপ পারফর্মেন্সের মাঝেও উজ্জ্বল ছিলেন অভিষেক। উইং থেকে একাধিক আক্রমণ তৈরিতে তিনি এগিয়ে এসেছিলেন। এবার সেই তরুণ উইংব্যাককে আবারও দলে রাখতে চলেছে ইস্টবেঙ্গলে।
ব্যক্তিগত চুক্তিতে দুইপক্ষের সায় রয়েছে। এর ফলে আগামী এক বছরের জন্য আবারও লাল-হলুদ জার্সি গায়ে খেলতে চলেছেন অভিষেক।
তবে লাল-হলুদের নতুন কোচের পছন্দের তালিকায় থাকেন কিনা সেটিই দেখার, পাশাপাশি দলে এত বেশি উইংব্যাক থাকার জেরে সুযোগ পাবেন কিনা প্রথম একাদশে, সে নিয়ে সন্দেহ রয়েইছে।