এসে গিয়েছে কোচ, সেজে উঠেছে বিলাসবহুল হোটেল, আজই গোয়া যাচ্ছে ইস্টবেঙ্গল

লিভারপুল কিংবদন্তি আগেই নির্বাচিত হয়েছিলেন লাল-হলুদ শিবিরের নতুন হেড কোচ। এবার ইস্টবেঙ্গলের বিদেশী ব্রিগেড পৌঁছে গিয়েছেন গোয়ায়। লাল-হলুদের কোচ রবি ফাউলার সহ উপস্থিত হয়েছেন তিন বিদেশী খেলোয়াড় অ্যান্থনি পিলকিংটন, ড্যানি ফক্স এবং অ্যারন আমাদি হলোওয়ে। পাশাপাশি উপস্থিত ছিলেন সহকারী কোচ অ্যান্থনি গ্রান্ট। শুক্রবার সকালেই মুম্বই বিমানবন্দরে নামেন ফাউলার।
অন্যদিকে সম্ভবত আজকের মধ্যেই লোগো এবং খেলোয়াড়দের ঘোষণা করে দেবে ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি এফএসডিএল এর তরফ থেকেও ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের ক্লাব নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। আজকের মধ্যেই চলে আসবেন ইস্টবেঙ্গলের আরও এক বিদেশী রিক্রুট স্কট নেভিল। সবাইকে সঙ্গে নিয়েই গোয়ায় যেতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড।
এবারের আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গল এফসি থাকবে গোয়ার বিলাসবহুল হোটেল হিল্টনে। আর সেখানে তাদের স্বাগত জানাতে লাল-হলুদ রঙে মুড়িয়ে দিয়েছে প্রবেশপথ। আর গেটের সামনে লেখা, ‘ওয়েলকাম হোম, ইস্টবেঙ্গল এফসি’। গোয়ার হোটেলে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কোচ-সহ বাকিদেরও। তারপরই শুরু হবে অনুশীলন।