ফুটবল

যশ মোকাবিলায় এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব! মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ক্লাব থেকে পৌঁছবে ৫০ লক্ষ টাকার অনুদান

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় ‘যশ’ বাংলায় পৌঁছাতে আর হয়ত দিন দুয়েকের দেরি। ইতিমধ্যেই অক্ষরেখা বরাবর নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। জানা যাচ্ছে, ঘন্টায় প্রায় ২০০ কিমি বেগে ওড়িশা ও বাংলা উপকূলে ঝাঁপিয়ে পড়বে সুপার সাইক্লোন’যশ’।

বিজ্ঞাপন

আর আগের বারের আমফান বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার আগেভাগেই সতর্কতা অবলম্বন করেছে। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে দু’দিন ধরে থাকবেন গোটা ঘটনার লাইভ পর্যবেক্ষণ করতে।

বিজ্ঞাপন

এছাড়াও বিপর্যয় মোকাবিলা টীম প্রস্তুত আছে। সুন্দরবন ও দীঘা উপকূলের মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। কলকাতা পুলিশের টীমও রেডি।

বিজ্ঞাপন

বিদ্যুৎ ও পুর নগরোন্নয়ন দপ্তরের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছে রাজ্য সরকার। এরমধ্যেই এবার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল লাল হলুদ শিবির।

বিজ্ঞাপন

আজ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে কল্যাণ মজুমদার জানিয়েছেন, ‘যশ’ মোকাবিলায় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করা হচ্ছে।

যশ মোকাবিলায় এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব! মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ক্লাব থেকে পৌঁছবে ৫০ লক্ষ টাকার অনুদান 1

বিজ্ঞাপন

পরবর্তী কালে ক্লাব রক্তদান কর্মসূচি ও কোভিড টিকাকরণ শিবিরও পালন করতে চলেছে। ক্লাবের এই মানবিক রূপ দেখে গর্বিত লাল হলুদ সমর্থকরা‌।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading