ফুটবল

ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে বার্সেলোনার প্রাক্তনী, পছন্দ ইনভেস্টরেরও

বিজ্ঞাপন

এগিয়ে আসছে আইএসএল, ইস্টবেঙ্গলকে শীঘ্রই দলগঠন ও কোচ নির্বাচনের কাজ শুরু করে দিতে হবে। হাতে আর বেশি সময়ও নেই। ইতিমধ্যেই ক্লাবে জমা পড়েছে বেশ কয়েকজন কোচের বায়োডেটা। একাধিক কোচের নাম উঠে এলেও আলোচনার শীর্ষে রয়েছেন এফসি বার্সিলোনার প্রাক্তনী। কিংবদন্তী ফুটবলার ও কোচ জোহান ক্রুয়েফের শিষ্য ও এফসি বার্সিলোনার প্রাক্তন সহকারী কোচ ইউসেবিও সাক্রিস্তানকে কোচ হিসেবে চাইছে ইস্টবেঙ্গল।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, তাকেই পছন্দ করছে ক্লাবকর্তা ও ইনভেস্টরের কর্তারাও। ক্লাবের তরফ থেকে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে, সেপ্টেম্বরের শেষের দিকে নতুন হেড কোচের নাম জানা যাবে। এখন পুরো দমে লেগে রয়েছে কর্তা ও ইনভেস্টরের প্রতিনিধিরা। কোচ হিসেবে যথেষ্ট বড় নাম ইউসেবিও, ২০০৩-২০০৮ সালে ফ্র্যাঙ্ক রাইকার্ডের সহকারী হিসেবে এফসি বার্সিলোনায় ছিলেন তিনি। সেখানে মেসি-রোনাল্ডিনহোদের মত সুপারস্টার খেলোয়াড়দের প্রশিক্ষণ করিয়েছেন। বার্সার সহকারী কোচ হিসেবে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও।

বিজ্ঞাপন

তবে ইউসেবিও সঙ্গে কথাবার্তা এগিয়ে রাখলেও ব্যাকআপ হিসেবে আরও কয়েকটি কোচ রয়েছে ক্লাব কর্তাদের তালিকায়। বসনিয়ান কোচ রিস্তো ভাইডাকোভিচ, আর্জেন্টাইন কোচ জোসে পেকারম্যান এবং ডাচ কোচ বার্ট ভ্যান মারউইক সাথেও কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। কলকাতা ময়দানের ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে যুক্ত হতে মুখিয়ে থাকেন অনেক কোচই। সেই দলে রয়েছে স্পেনের ফুটবলমহলে বেশ পরিচিত নাম রিস্তো ভাইডাকোভিচ। বিদেশী ফুটবলারদের সঙ্গে চুক্তি করার আগে ইস্টবেঙ্গল চাইছে একজন দক্ষ কোচকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading