কাতার ফুটবল বিশ্বকাপে এগিয়ে রয়েছে ভারত, পাল্লা দিচ্ছে প্রতিযোগী দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের মতো দেশগুলিকে!

ফুটবল বিশ্বকাপে এখনও পর্যন্ত একবারও অংশগ্রহণ করেনি ভারত। কিন্তু ভারতীয়দের আবেগ ফুটবলের সঙ্গে জড়িয়ে। ২০২২ ফুটবল বিশ্বকাপ হবে সুদূর কাতারে। তা বলে কি ফুটবলপ্রেমীদের খেলার মজা উপভোগ করা থেকে আটকে রাখা যাবে?
ব্রাজিল, আর্জেন্টিনা, জাপান মতো দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে টিকিট কাটছে ভারতের ফুটবলপ্রেমীরা। ইতিমধ্যেই প্রায় ২৪ হাজারের মতো টিকিট ভারতীয়রা কেটে ফেলেছে। আগের বিশ্বকাপ গুলোতে দেখা গেছে ভারতীয়রা ব্রাজিল, স্পেন, পর্তুগালের মতো দেশগুলিকে স্টেডিয়ামে সমর্থন করছে।
ফিফার এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছন, টিকিট কেনার যে গতি দেখা যাচ্ছে এখনও পর্যন্ত তাতে ২০২২ বিশ্বকাপে দর্শকদের বিচারে ভারত প্রথম দশটি দেশের মধ্যে নাম লেখাবে। এখনও পর্যন্ত ভারতীয়রা আনুমানিক ২৩ হাজার ৫৭৩ টি টিকিট কেটে ফেলেছন।
অন্যান্য প্রতিযোগী দেশগুলিকে বাদ দিলে টিকিট সংগ্রেহের তালিকায় রয়েছে সৌদি আরব, আমেরিকা, আরব আমিরশাহি। উল্লেখ্য, ২০১৮ রাশিয়াতে হওয়া বিশ্বকাপে ভারতের স্থান ছিল প্রথম দশটি দেশের মধ্যে।