ফুটবল

কোভিড প্রোটোকল মেনে মাঠে নেমে অনুশীলনের জন্য প্রস্তুত মহামেডান ও ভবানীপুর ক্লাব

করোনা আবহে স্তব্ধ ছিল ময়দান, বন্ধ ছিল সব ক্লাবের অনুশীলন। তবে এবার বন্ধ রাখলে দলেরই ক্ষতি। কারণ সামনেই রয়েছে আইলিগের দ্বিতীয় ডিভিশন টুর্নামেন্ট। এবার করোনা আবহ কাটিয়ে রাজ্য সরকারের অনুমতি পেয়ে অনুশীলনে নামছে ভবানীপুর ক্লাব। সেই সঙ্গে অনুমতি দেওয়া হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবকেও। তবে কোভিড প্রোটোকল ও স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভবানীপুর ও মহামেডান ক্লাবের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ফুটবল নিয়ে কয়েক দিন পরে মোহনবাগান মাঠে নামবে ভবানীপুর ক্লাব, এখন তারা জিম করবে। আগামী শনিবার থেকে মহামেডান অনুশীলন শুরু করবে। এই দুই দল অনুশীলনে নামার কারণে মাঠে সমস্ত রকম স্বাস্থ্যবিধির ব্যবস্থা থাকছে।

অর্থের কথা না ভেবেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল আইলিগের দুটো ডিভিশনে কড়াভাবে মানা হবে, এমন জানিয়েছিলেন আইএফএ-এর কর্মকর্তারা। এই লিগ লিগ সফলভাবে করতে রাজ্য সরকারের সাহায্য একান্তই প্রয়োজন। তবে ভবানীপুর ও মহামেডানের মতো বাকি ক্লাবগুলি কবে অনুশীলন শুরু করে সেটাই এখন দেখার।

debangon chakraborty

Related Articles

Back to top button