ফুটবল

ইস্টবেঙ্গল কি আদৌ আইএসএল খেলবে? জল্পনা নিয়ে মুখ খুললেন মোহন কর্তা দেবাশীষ দত্ত

বিজ্ঞাপন

করোনা সংক্রমনের জেরে বিশ্ব জুড়ে স্থগিত হয়েছে নানান টুর্নামেন্ট। ভারতেও তার ব্যতিক্রম হয়নি।এরই মাঝে নিজেদের টিমকে সুসজ্জিত করে চলেছে লাল-হলুদ শিবির। নিজেদের টিমকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছেনা ইস্টবেঙ্গল কর্মকর্তারা। কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব আদৌ আইএসএলে খেলবে নাকি আই লিগ? বহুদিন ধরেই এই নিয়ে চলছে ফুটবল মহলে জল্পনা।

বিজ্ঞাপন

এবার এক বেসরকারী সংবাদমাধ্যমে দেওয়া ইন্টারভিউতে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা নিয়ে সরাসরি মুখ খুললেন মোহনবাগানের শীর্ষকর্তা দেবাশীষ দত্ত। সেই ইন্টারভিউতে তিনি ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে তীব্র মন্তব্য প্রকাশ করেন। ইস্টবেঙ্গলের আইএসএলে খেলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি তাঁর জবাবে বলেন, ‘গত সোমবারের আই লিগের মিটিং-এ ইস্টবেঙ্গল উপস্হিত ছিল। এর মানে কি দাঁড়ায়? ইস্টবেঙ্গল অবশ্য অবশ্যই পরের আই লিগেই খেলছে। তাই লাল হলুদের আইএসএলে খেলা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না।’

বিজ্ঞাপন

এরপর তাঁকে ডার্বি মিস করা নিয়ে প্রশ্ন করা হলে তার জবাবে মোহন কর্তা বলেন, ‘ডার্বি ম্যাচ আমি অবশ্যই মিস করব। ইস্টবেঙ্গল ছাড়া আমি কোনোদিন মোহনবাগানকে ভাবতে পারি না। ওরা আইএসএলে না খেললে আমরা ওদের মিস করবো।’ এরপর নিজের দলের সুখ্যাতি করে দেবাশীষবাবু বলেন, ‘আমাদের দলের ২টো কাজ। যেখানে টুর্নামেন্ট খেলব সেখানে চ্যাম্পিয়ন হওয়া আর যেখানে ইস্টবেঙ্গলকে দেখবো সেখানে ওদের হারানো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading