ফুটবল

কোন দুই দল খেলবে বিশ্বকাপ ফুটবল ফাইনাল? জানিয়ে দিলেন যুবক, ভবিষ্যৎবাণী নিয়ে তুমুল শোরগোল, আপনার পছন্দের দল রয়েছে?

এখন বিশ্বজুড়ে একটাই উন্মাদনা। তা হল বিশ্বকাপ ফুটবল। তবে ফাইনালে কোন দুটি দল উঠতে চলেছে, আর কোন দলই বা সেরার শিরোপা পেতে চলেছে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। তবে এরই মাঝে বিশ্বকাপ ফুটবল নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন ব্রাজিলের যুবক আথোস সালোম।

আথোস এর আগেও নানান ঘটনার ভবিষ্যৎবাণী করেছেন। আর তাঁর সেই গণনা এতটাই নিখুঁত যে তা বিশ্বের মানুষকে তাক লাগিয়েছে। এর আগে কোভিড-১৯ থেকে শুরু করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, আধুনিক নস্ট্রাদামুস, এমনকি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছেন তিনি। এবার তিনি জানিয়ে দিলেন বিশ্বকাপ ফুটবলে কোন দল বিজয়ী হতে চলেছে।

আথোসের ভবিষ্যৎবাণী অনুযায়ী, এই বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের কোনও সম্ভাবনা নেই। সেমিফাইনাল বা নিদানপক্ষে ফাইনাল পর্যন্ত উঠলেও কাপ ঘরে তুলতে পারবে না ব্রাজিল।

আথোসের ভবিষ্যৎবাণী অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনালে যে পাঁচটি দল পা রাখতে পারে সেগুলি হল আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড। ফাইনালে উঠলেও  নেইমারদের কাতার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ব্রাজিলিয়ান জ্যোতিষী। ফাইনাল জয়ের সম্ভাবনা তালিকা থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ড, বেলজিয়ামকেও।

তাহলে কোন দুটি দল শেষ পর্যন্ত মুখোমুখি হতে চলেছে ফাইনালে?

আথোসের কথায়, ১৮ই ডিসেম্বর আর্জেন্টিনা ও ফ্রান্স মুখোমুখি হবে একে অপরের। কিন্তু তিনি এও জানান যে এই বিশ্বকাপেও মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। কেরিয়ারের শেষদিকে পৌঁছে সোনালি কাপ দেশে নিয়ে যেতে পারবেন না তিনি। বরং আঘাত কাটিয়ে ঠিকই বিশ্বকাপ তুলে নেবে ফ্রান্স। এই বছর বিশ্বকাপ ফুটবলে শেষ হাসি হাসবে ফরাসিরা।

Related Articles

Back to top button