ধোনি, কোহলিকে পিছনে ফেলে রেকর্ড গড়লেন হরমনপ্রীত কৌর! চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আসা জাগিয়ে রাখলেন হরমনপ্রীতের দল

ভারতের মহিলা ক্রিকেট দল আমাদের দেশের গর্ব। এবার সেই দলের নেত্রী হরমনপ্রীত কৌর পিছনে ফেলেছে ‘ক্যাপ্টেন কুল’ অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে।
কমনওয়েলথ গেমসে মেয়েদের দল ভারত-পাক ম্যাচে শেষ হাসি হেসেছে হরমনপ্রীত কৌরের দল। সঙ্গে রেকর্ড গড়েছেন ৪২টি টি-২০ ম্যাচে জিতে। এতদিন এই খেতাব ছিল বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির হাতে।
ধোনির নেতৃত্বে ভারত ৭২টি ম্যাচ খেলে ৪১টিতে জয় পেয়েছে। কিন্তু হরমনপ্রীতের নেতৃত্বে মহিলা ক্রিকেট দল ৭১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৪২টিতে জিতেছে। ক্যাপ্টেন কুল-কে পিছনে ফেলে দেওয়ার পাশাপাশি এদিনের ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার আশা জাগিয়ে রাখল ‘ওমেন ইন ব্লু’।
এই রেকর্ডের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন কিং বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ৫০ ম্যাচে ৩০টিতে জয়। বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে ৩২টি টি-২০ ম্যাচের মধ্যে ২৭টিতেই জিতেছে ভারত।