
ক্রিকেটের ময়দানে ভারত পাকিস্তান মুখোমুখি মানেই দুই দেশের জনতার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা। যা পর পর বছর ধরে একই উত্তেজনা সৃষ্টি হয়ে যাচ্ছে এই দুই দল সামনাসামনি হলে। তেমনি এক উত্তেজনার দুপুর ছিল আজকের দিন। টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম সামনা সামনি হল ভারত পাকিস্তান। দিওয়ালির আগেই ভারতীয় ক্রিকেট দল প্রদেশের মানুষকে উপহার দিল আগাম দিওয়াল।
প্রসঙ্গত আজকের দুপুর ১.৩০ থেকে শুরু হয়েছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। অস্ট্রেলিয়ার মেলবোর্নের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচ । যেখানে প্রথমবার এই বছর ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হল ভারত পাকিস্তান টান টান উত্তেজনা ছিল এই ম্যাচ নিয়ে প্রথম থেকেই। শুরুর প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল।
প্রথমে ব্যাট করতে নামেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং মোঃ রেজওয়ান। মাত্র এক বলে শূন্যতে আউট করে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ভারতের বোলার অর্শদীপ সিং। বিশ্বকাপে তার এই প্রথম খেলা আর প্রথমেই পাকিস্তানের অধিনায়ক কে এল বি ডব্লিউ তে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ভারতীয় বোলার। তারপরেই আর এক ওপেনার মহম্মদ রেজওয়ান অর্শদীপের বলে ভুবনেশ্বর কুমার ক্যাচ ধরে আউট করেন। তারপরে সান মাসুদ এবং ইফতিকার খান দুজনে অর্ধশত রান করেন। কিন্তু তারা দুজন ছাড়া আর কেউই সেভাবে ক্রিজে টিকে থাকতে পারেনি ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে।
পরবর্তীতে ১৬০ রানের টার্গেট নিয়ে মাঠে নামে ভারতীয় দল। প্রথমে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ওপেনার কে এল রাহুল ব্যাট করতে মাঠে নামেন। দুজনেই মাঠে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। কে রাহুল আর্ট বলেচার করে এবং রোহিত শর্মা ৭ বলে চার করে আউট হয়ে যান। তারপরে মাঠে নামেন বিরাট কোহলি এবং সূর্য কুমার যাদব। বিরাট কোহলি মাঠে টিকে থাকলেও মাত্র ১২ বলে ১৫ করে সূর্য কুমার যাদব আউট হয়ে যান। তারপরে আকসার প্যাটেল মাঠে নামে এবং তিনিও মাত্র তিন বলে দুরান করে আউট হন। তারপরে বিরাটের সংঘ দেয় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাত্র ৩৭ বলে ৪০ রান করে একটি দুর্দান্ত পাড়ি খেলেন তিনি। কিন্তু কিছু বল আগে, হারদিক আউট হয়ে যায় তখন মাঠে নামে দীনেশ কার্তিক। কিছুক্ষণ পরে দীনেশ কেউ আউট করে দেয় পাকিস্তানের বোলাররা। অবশেষে ফ্রিজের টিকে থাকে একমাত্র বিরাট কোহলি এবং তার সঙ্গে সঙ্গ দিতে নামেন ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। ৫৩ বলে ৮২ রানের একটি অসাধারণ পারি খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এবং অবশেষে ভারতীয় দল ৪ উইকেটে একটি দুর্দান্ত জয় উপহার দেয় দর্শকে।
তারপরেই গোটা দেশ জুড়ে শুরু হয় আগাম দিওয়ালি উদযাপন। চারিদিকে বাজে উৎসবের মতো বাজি ফাটতে শুরু করে। প্রসঙ্গত গত বছর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ভারতকে হারিয়েছিল ১০ উইকেটে। সেই হারের বদলা নিল আজ ভারতীয় দল। ম্যাচের শেষে বিরাটের চোখে জল দেখে আবেগে ভাসলো গোটা দেশ।