
বহু প্রতীক্ষার পর রবিবার আইএসএলে জয় পেল এসসি ইস্টবেঙ্গল। এর আগে সাতটি ম্যাচ খেলে একটিও জয় পায়নি লাল-হলুদ শিবির। রবিবার ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। আর এই জয়ের সাথে সাথেই যেন ভালো খবর আসতে শুরু করেছে ইস্টবেঙ্গল শিবিরে। লাল-হলুদ দলের নির্ভরযোগ্য উইংব্যাক লালরামচুলোভা চোট সারিয়ে অনুশীলনে যোগ দেবেন।
জানা গিয়েছে, ফিট হয়ে গিয়েছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগেই হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। ফলে রিহ্যাবের জন্য কলকাতায় যেতে হয়েছিল। এরপর এক সপ্তাহ কোয়ারান্টাইনে থাকতে হয় চুলোভাকে। আগামী ১৫ জানুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামতে পারেন চুলোভা। ডিফেন্স একেবারেই নড়বড়ে দলের। মোট ৮ ম্যাচে ১৪ গোল খেয়েছে ইস্টবেঙ্গল।
দুর্বল ডিফেন্সকে শক্তিশালী করতে চুলোভা ভরসা হতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও আগের ম্যাচেই প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন রাজু গায়কোয়াড়। অন্যদিকে আগের ম্যাচে জয় পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয় নর্থইস্ট ইউনাইটেডের বাঙালি গোলকিপার শুভাশিস রায় চৌধুরীকে পেতেও ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল শিবির।