খেলা

বাংলার গর্ব! আন্তর্জাতিক দরবারে মুখ উজ্জ্বল বঙ্গতনয়ার, শুটিং বিশ্বকাপে দ্বিতীয় স্থানে ভারত, দ্বিতীয় সোনা নিয়ে এল মেহুলি

কোরিয়ার শুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা জিতল ভারত। মিক্সড ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলে মেহুলি ঘোষ ও শাহু তুষার মানে সোনা জিতেছেন। তাঁদের মোট পয়েন্ট হয়েছে ৬৩৪.৪।

হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সোনা জিতলেন মেহুলি ঘোষ এবং তুষার মানে ৷ মোট ৬০টি শটে তাঁরা ৬৩৪.৪ পয়েন্ট করেছেন।হাঙ্গেরির এজটার মেসজারোস ও ইস্তাভাব পেন তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক পেয়েছেন।

সিনিয়র স্তরে ক্যারিয়ারে এই প্রথম সোনা পেলেন তুষার। অন্যদিকে মেহুলির এটি দ্বিতীয় স্বর্ণপদক। ২০১৯ সালে কাঠমান্ডুতে সাউথ এশিয়ন গেমসে মেহুলি প্রথম সোনা পেয়েছিলেন। 

অন্যদিকে ভারতের 10 মিটার এয়ার পিস্টল বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের শিবা নারওয়াল এবং পালাক ৷এই প্রতিযোগিতায় বুধবার দু’টি সোনা পাওয়ায় ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ট্যুইট করে খেলার বিস্তারিত ফলাফল জানানো হচ্ছে।

Related Articles

Back to top button