অপেক্ষা আরও ৪ বছরের৷ এবারও আর বিশ্বকাপ খেতাব জেতা হলোনা ভারতের। তবে এই ক্রিকেট ঝড়ে যখন উত্তার গোটা ভারতবাসী তখন সোনা জিতে এক ইতিহাস সৃষ্টি করলেন ভারতের সোনার মেয়ে দ্যুতি।
ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদ প্রথম ভারতীয় হিসেবে ইতালির সামার ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারে সোনা জয় করে গড়লেন নয়া ইতিহাস৷ এর পূর্বে কোনো ভারতীয় ইউনিভার্সিটি গেমসের ফাইনালেও উঠতে পারেননি। সেখানে এবারে দ্যুতি চাঁদের সোনা জয় নিঃসন্দেহে ভারতীয়দের জন্য গৌরবের বিষয়৷
ফাইনালে দ্যুতি ১০০ মিটার অতিক্রম করেন ১১.৩২ সেকেন্ডে। অলিম্পিকের পর বিশ্বের সবচেয়ে বড়ো মাল্টি স্পোর্টস ইভেন্ট ইউনিভার্সিটি গেমসে এর পূর্বে কখনওই তেমন সাফল্য পায়নি ভারত। সেখানে দ্যুতি চাঁদের সোনা জয় নিঃসন্দেহে তাকে ভারতের সোনার মেয়ে করে তুললো।