অন্যান্য খেলা

সোনা জয়ী মহিলা বিধায়ক৷ চান আন্তর্জাতিক পদক।

খবর 24×7 নিউজ ডেস্ক: বয়স ৫০ পেরিয়েছে, তবুও খেলার আগ্রহ এবং জোর কোনোটাই কমেনি প্রাক্তন বিধায়ক চুনিবালা দেবী-র। জয় করেছেন সোনার পর সোনা, এবারে তাঁর লক্ষ্য আন্তর্জাতিক পদক। সর্বভারতীয় ঝাড়খন্ড পার্টি গোষ্ঠীর সভাপতি তিনি। ২০০০ এবং ২০০৬ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বিধায়ক হলেও খেলার সখ কোনোকালেই কমেনি তাঁর। বাড়িতে রয়েছে পদকের পর পদক। তবুও এসবের মাঝে তাকে যন্ত্রণা দেয় ইটালিতে মাস্টার্স অলিম্পিকে আন্তজার্তিক পদক হাতছাড়া হয়ে যাওয়া৷

এখনও পঞ্চাশের কোটায় থাকা চুনিবালা দেবী তাঁর কাজের ফাঁকে নিয়মিত খেলা চর্চা করে থাকেন৷ প্রতিদিন দৌড়ানো থেকে শুরু করে জ্যাভলিন ছোড়া,লং জাম্প, ট্রিপল জাম্প -এর প্র্যাকটিস কোনো কিছুই বাদ যায়না তাঁর৷ কিছুদিন আগেই ইছাপুরে অনুষ্ঠিত হওয়া রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্সে  অনূর্ধ্ব  ৫৫ বিভাগে নেমে তিনটি সোনা জয় করেছেন তিনি। এছাড়াও দিল্লিতে জাতীয় স্তরে রয়েছে তাঁর ৩ টি সোনা, যথা হাইজাম্প, লং জাম্প, এবং জ্যাভলিন থ্রো তে। এতোসবের পর এখন এই প্রাক্তন বিধায়কের একটিই স্বপ্ন, আর তা হলো আন্তজার্তিক পদক লাভ৷

হাই জাম্পে পাঁচ ফুট দু ইঞ্চি-এর রেকর্ড করা চুনীবালা জানান যে, আন্তজার্তিক পদক পেতে তিনি চেষ্টা চালিয়ে যাবেন। এবং তিনি আশা করছেন পূর্বে যা হাতছাড়া হয়েছে এবারে তিনি তা অর্জন করবেনই। ভারতের এই সোনার মেয়ের জন্য রইল আমাদের স্পোর্টস গ্লোবাল নিউজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা৷

debangon chakraborty

Related Articles

Back to top button