অন্যান্য খেলা
ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু।

ব্যাডমিন্টনে প্রথম বিশ্বসেরা হল ভারত। জাপানকে হারিয়ে ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ভারতের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন।
আজ সুইজারল্যান্ডের বাসেলে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পি ভি সিন্ধু জাপানের নাজোমি ওকুহারাকে ২১-৭, ২১-৭ পয়েন্টে হারান। আজ পি ভি সিন্ধু ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের পরে বলেন যে ‘শেষবার আমি ফাইনাল-এ হেরে গেছিলাম, তার আগেও আমি ফাইনাল-এ হেরেছি। তাই এবারের জয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার প্রত্যেক সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই।’
আরও পড়ুন – অবশেষে বন্ধু পেলো পাকিস্তান। রাষ্ট্রসংঘে পাক সাংবাদিকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় প্রতিনিধি৷
বিশ্বচ্যাম্পিয়ন খেতাব বিজয়ী পি ভি সিন্ধু প্রথম ভারতীয় শাটলার এবং পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জেতা দ্বিতীয় খেলোয়াড় হিসাবে চিহ্নিত হলেন।