রাজীব গান্ধী খেলরত্ন পাচ্ছেন রোহিত শর্মা সহ এই পাঁচ ক্রীড়াবিদ

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এই বছরের রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার সম্মান পাওয়ার জন্য ভারতের পাঁচ ক্রীড়াবিদকে মনোনীত করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের ১২ সদস্যের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রের সবথেকে বড় সরকারি পুরষ্কার হিসেবে এটি দেওয়া হয়। ঘোষিত এই পাঁচ জন ক্রীড়াবিদ হলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা, কুস্তিগীর ভিনেশ ফোগাট, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, মহিলা হকি দলের অধিনায়ক রাণী রামপাল এবং প্যারালিম্পিক্সে স্বর্নপদকজয়ী হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু।
২০১৯ সালে স্বপ্নের ফর্মে ছিলেন রোহিত শর্মা, সেই হিসেবেই এই পুরস্কারের যোগ্য তিনি। বিশ্বকাপের মঞ্চে পাঁচটি সেঞ্চুরির রেকর্ডও করেছেন রোহিত শর্মা। বলা বাহুল্য, এই পুরষ্কারের জন্য মনোনীত হওয়া রোহিত চতুর্থ ক্রিকেটার। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি পেয়েছেন এই বিশেষ সম্মান। সেই সঙ্গে মনোনীত এই তালিকায় রয়েছেন অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী তামিলনাড়ুর হাইজাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু। দুর্ঘটনায় পা হারালেও হার মানার পাত্রী নন তিনি। ২০১৬ রিও ডি জেনেরিওতে প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্প ইভেন্টে সোনা জেতেন থাঙ্গাভেলু।
তালিকায় রয়েছেন গত বছর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাট। এছাড়াও গত বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রাণী রামপালও রয়েছেন তালিকায়। আরও এক মহিলা মনোনীত হয়েছেন এই তালিকায়। তিনি হলেন মহিলাদের টেবিল টেনিস সার্কিটে অতি পরিচিত নাম মনিকা বাত্রা। ২০১৮ এর কমনওয়েলথ গেমসে দুটি বিভাগে স্বর্নপদক সহ একটি ব্রোঞ্জ ও রুপোর পদক জিতেছিলেন মনিকা। এছাড়াও ২০১৮ এশিয়ান গেমসেও তিনি ব্রোঞ্জ পদক জেতেন।